মকবুল আহমেদ জন্ম ১৯৫৪ সালের ১৯শে আগস্ট কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত ছোট মহেশখালী গ্রামে। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা ও থানা সদরে অবস্থিত মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি কক্সবাজার কলেজে আইএসসি পড়েন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন। মাস্টার্স পড়াকালীন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হন। ১৯৮১ সালে মকবুল আহমেদ বাঁশখালী ডিগ্রী কলেজের প্রভাষক পদে যোগদান করেন। তিনি চট্টগ্রাম আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি পাস করে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ গ্রহণ করেন। তিনি আইন পেশায় না গিয়ে কলেজের শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে লেখালেখি শুরু করেন মকবুল আহমেদ। এ সময় তিনি কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক কাজের সাথেও যুক্ত হন। ১৯৯৫ সালের শেষ দিকে তিনি মহেশখালী কলেজের অধ্যক্ষ পদে যোগ দেন। বছর দুয়েক পর তিনি চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলায় অবস্থিত লতিফা সিদ্দিকী গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। পারিবারিক প্রয়োজনে তিনি ২০০০ সাল থেকে কক্সবাজার শহরে বসবাস শুরু করেন। পরের বছর তিনি কোস্ট ট্রাস্ট নামের একটি বেসরকারী সংস্থায় শিক্ষা কার্যক্রমে যোগ দেন। এখানে কাজ করাকালীন তিনি শিশুর প্রারম্ভিক বিকাশ ও প্রাক-প্রাথমিক শিক্ষা বিষয়ে পড়াশোনা ও প্রশিক্ষণ গ্রহণ করেন এবং সংস্থার উদ্যোগে কক্সবাজার অঞ্চলে 'কিশোরীদের ক্ষমতায়ন' ও 'প্রাক-প্রাথমিক শিশু শিক্ষা' কর্মসূচি বাস্তবায়নের নেতৃত্ব দেন। চাকুরীর পাশাপাশি তিনি লেখালেখি চালিয়ে যান। ২০২০ সালে অবসর গ্রহণের পর থেকে তিনি কক্সবাজার শহরে বসবাস করছেন।
লেখক পরিচিতি: মকবুল আহমেদ-আহমেদ-এর জন্ম ১৯৫৪ সালে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত ছোট মহেশখালী গ্রামে। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা ও থানা সদরে অবস্থিত মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি কক্সবাজার কলেজে আই এস সি পড়েন। এরপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে অনার্স ও মাস্টার্স সমাপ্ত করেন। মাস্টার্স পড়াকালীন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হন। ১৯৮১ সালে মকবুল আহমেদ বাঁশখালী ডিগ্রি কলেজের প্রভাষক পদে যোগদান করেন। তিনি মহেশখালী কলেজ ও চট্টগ্রামের লতিফা সিদ্দিকী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করেন। পরে তিনি কোস্ট ট্রাস্ট নামের একটি বেসরকারী সংস্থায় শিক্ষা কার্যক্রমে দীর্ঘদিন কাজ করেন। ২০২০ সাল থেকে চাকুরি ছেড়ে পূর্ণ লেখালেখির কাজে নিযুক্ত রয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থের নাম: ১) উৎপাদনমুখী শিক্ষা, ওষুধনীতি ও অন্যান্য প্রবন্ধ (২০২৩) ২) ফিরে দেখা একাত্তর ও বিবিধ প্রবন্ধ (২০২৪) ৩) অখণ্ড ভাবনার খণ্ডিত রূপ (২০২৫) ৪)নেপালের সংবিধান গঠন প্রক্রিয়া: ২০০৬-২০১৫ অগ্রগতি, চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অবদান(অনুবাদ)