ড. মোহাম্মদ রবিউল ইসলাম ১৯৪৯ সালের ৫ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার ছয়খাদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৪ সন থেকে ২০১৫ সন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি ঐ বিভাগে জৈব রসায়নের অধ্যাপক ছিলেন। তিনি বিভাগীয় চেয়ারম্যান এবং বিজ্ঞান অনুষদে ডীন হিসেবে কর্মরত ছিলেন। ২০১২ সালে তিনি ইউপ্যাক (ওটচঅঈ) এর ফেলো নির্বাচিত হন। তিনি অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লি.-এর (R & D) নির্বাহী পরিচালক হিসেবেও দ্বায়িত্ব পালন করেন। অবসর জীবনে তিনি একাধিক বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষকতা করছেন।
তিনি ১৯৬৫ সনে এস.এস.সি পরীক্ষায় যশোর বোর্ড থেকে সম্মেলিত মেধা তালিকায় ১৫তম স্থান দখল করেন। ১৯৬৭ সনে এম.এম কলেজ, যশোর থেকে এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে অনার্স শ্রেণিতে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এসসি (অনার্স) এবং এম.এসসি পরীক্ষায় উত্তীর্ণ হন যথাক্রমে ১৯৭০ এবং ১৯৭১ সনে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ সনে পশ্চিম জার্মান সরকারের বৃত্তি নিয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য বন ও বকুম বিশ্ববিদ্যালয় ভর্তি হন। তিনি ১৯৮৩ সনে বকুম বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লেষণ জৈব রসায়নে পি-এইচ.ডি ডিগ্রি অর্জন করে স্বীয় কর্মস্থলে ফিরে আসেন। তিনি ১৯৮৭, ১৯৯৬, ২০০০ ও ২০০৬ সনে জার্মান সরকারের ফেলোশীপ নিয়ে বকুম ও হ্যানোভার বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টোরাল রিসার্চ করেন। এছাড়া ১৯৮৯-৯০ সনে কমনওয়েল্থ স্টাফ ফেলোশীপ নিয়ে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টোরাল রিসার্চ করেন। তার তত্ত্বাবধানে ৭০ জন এম.এসসি ও ১১ জন পি-এইচ.ডি গবেষণা সম্পন্ন করেছেন। ড. ইসলাম জনপ্রিয় বিজ্ঞানের ওপর লেখার পাশাপাশি উচ্চ মাধ্যমিক, ¯œাতক ও ¯œাকোত্তর পর্যায়ে রসায়ন শাস্ত্রের ওপর ২৪টি পুস্তক রচনা করেছেন। শিক্ষা ও গবেষণার কাজে তিনি ভারত, চীন, জাপান, মালয়েশিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করেন। তাঁর গবেষণাকর্ম থেকে দেশে ও বিদেশে ১৬৬টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
তাঁর লেখা পুস্তকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ঃ উচ্চ-মাধ্যমিক রসায়ন, ব্যবহারিক রসায়ন, স্টেরিওরসায়ন, জৈব বর্ণালীমিতি, ভর বর্ণালীমিতি, ১উ- এবং ২উ- ঘগজ, জৈব বিক্রিয়া কৌশল, ফার্মাকোলজি, আল-কুরআন ও রসায়ন বিজ্ঞান, রুহ নফস ও কলব ইত্যাদি।