তারুণ্যের দিনগুলোতে প্রায় পঞ্চাশ শতাংশ বাঙালি কাব্যচর্চার প্রাথমিক প্রয়াসে নিমজ্জিত হন, যাদের কিয়দংশমাত্র পরবর্তী কালে দিনানুদৈনিক আকাক্সক্ষার তাণ্ডবের মাঝেও প্রবণতাটিকে অব্যাহত রাখতে পারেন তারাই ‘কবি’ হিসেবে স্বীকৃতি লাভ করেন লোকসমাজে। বর্তমান সংকলনটিকে তারুণ্যের প্রাথমিক ধাপের অকিঞ্চিৎকর তৎপরতা হিসেবে স্বীকৃতি দিলে ক্ষতিবৃদ্ধি নেই। কাব্যচর্চায় ব্যাপৃত উদাসীন চিত্ত বাস্তবতাবিমুখ সৌন্দর্য-শিকারীরূপে নিজেকে পরিগণিত করতেই পারে, তবে কিনা দৈনন্দিন জীবনের অভিঘাত তার মনোভূমিতে ছায়া ফ্যালে না এমত দাবি করার অবকাশ কম। প্রেম-অপ্রেম, মানবিক অন্তর্দ্বন্দ্ব অথবা প্রকৃতি-সুন্দরীর স্তুতিবাক্য রচনাকালেও পারিপার্শ্বিক অনাচারের দৃশ্যাবলি তার মানসজগতে বিস্তার করে সংক্ষোভের ডানা, ফলে অবক্ষয়-নির্যাতন-বৈষম্য থেকে আন্তর্জাতিক যুদ্ধ, শ্রমিক-শোষণ সবই উঠে আসতে পারে কাব্যবস্তু হিসেবে।
বর্তমান সংকলনটিতে প্রায় দুইশত কবিতা নামধেয় লেখ্যকৃতি থেকে বাছাই করে চুয়ান্নটিকে মাত্র স্থান দেয়া হয়েছে। তবুও যেসব বিষয়বস্তু আশ্রয় করে এতোদিনের কবিতাগুলো গড়ে-বেড়ে উঠেছে তাদের প্রতিনিধিত্বের দাবি এখানে রাখা যায়। কবিতাসমূহের রচয়িতা বাংলা কাব্যজগতে স্থায়ী পদচ্ছাপ রাখার চিন্তা করেন নি, নিয়মিত কাব্যচর্চার ইতিহাসও নেই কোনো, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু লিটলম্যাগে অনিয়মিতভাবে প্রকাশিত হওয়া ব্যতীত কবি-জীবনের অন্যবিধ স্বাক্ষরও পাওয়া যাবে না। সেদিক থেকে চিন্তা করলে পাঠকসমাজ সংকলনটিকে কতোটা গ্রহণ করবেন এটা তাদের সহৃদয় বিবেচনার ওপর ছেড়ে দেয়াই শ্রেয়।
জন্ম: ৪ সেপ্টেম্বর ১৯৮১, ঢাকায়। শিক্ষাজীবন: বিসিএসআইআর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ। পরবর্তীতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসের ওপর এমবিএ ডিগ্রি অর্জন। ছাত্রজীবনে প্রগতিশীল বামপন্থী ছাত্র রাজনীতির সাথে জড়িত। বর্তমানে বাঙলাদেশ লেখক শিবিরের ঢাকা নগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে নিয়োজিত। প্রকাশিত গ্রন্থ: ‘সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থা দর্পিত নখরে বিদীর্ণ আমাদের সময়’; বৃহৎ পুঁজি এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি; নেশমিয়ে হোক্সা প্রণীত শ্রেণী ‘সংগ্রামের বিকাশের বিষয়ে আলবেনিয়ার পার্টি অব লেবার-এর বিপ্লবী নীতির কতিপয় মৌলিক প্রশ্ন’ এর অনুবাদ। পেশাজীবন: পাবলিক সেক্টরে সেবা খাতে এবং প্রাইভেট সেক্টরে উন্নয়ন-বিষয়ক প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে প্রশাসনিক কাজের দায়িত্ব পালন। অবসর যাপন: লেখালিখি, বই পড়া, সিনেমা দেখা, গান শোনা।