বৈশ্বিক প্রেক্ষাপটের ন্যায় জলবায়ু পরিবর্তনজনিত সংকট বাংলাদেশের জন্যও প্রধানতম ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, গত দু’দশকে মূলধারায় এসেছে জলবায়ু সংকট। এর প্রভাবে পরিবেশগত বৈশিষ্ট্যের তারতম্য ঘটছে সেই সঙ্গে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগের পুনরাবৃত্তির হার। সাগরপৃষ্ঠের উচ্চতা ক্রমে বাড়ছে। এর জেরে উপকূলীয় অঞ্চলে বাড়ছে লবণাক্ততা, আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাসের আঘাত। বাংলাদেশের জন্য এটি বড় উদ্্বেগের কারণ যে, সাগরপৃষ্ঠের চেয়ে পাঁচ মিটারের কম উচ্চতায় রয়েছে এর দুই-তৃতীয়াংশ এলাকা। দীর্ঘমেয়াদি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। গত ২০ বছরে বাংলাদেশে ১৮৫টি জলবায়ু পরিবর্তনজনিত বড় দুর্যোগ আঘাত হেনেছে, যার মধ্যে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পাহাড়ধসের মতো দুর্যোগ রয়েছে।
এই সংকটকে সামনে রেখে জলবায়ু-সংক্রান্ত সমস্যাসমূহ মোকাবিলা করতে আগামী প্রজন্মকে তৈরি করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন সংস্থা গ্লোবাল সেন্টার পর ইনোভেশন অ্যান্ড লার্নিং (জিসিএফআইএল) মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের সংগঠিত করে স্কুলভিত্তিক ‘জলবায়ু ক্লাব’ গঠন করেছে, যার মাধ্যমে ভবিষ্যতের জলবায়ু নেতা তৈরি হবে। এ বিষয়টিকে আরো জোরদার করার জন্য এবং জলবায়ু বিষয়ে কৈশোর সময়কাল থেকেই তারা যেন বিভিন্ন ভূমিকা রাখতে পারে সে লক্ষ্যে প্রতিষ্ঠানটি একুশ শতকে তারুণ্য: জলবায়ু সংকট ও মোকাবিলা শীর্ষক বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। এটি একুশ শতকে তারুণ্য সিরিজের চতুর্থ প্রকাশনা। এবারের উদ্যোগে জলবায়ু ক্লাবের সদস্যসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জলবায়ুকর্মী ও তরুণ লেখকরা শামিল হয়েছেন। এর মাধ্যমে তরুণরা জলবায়ু বিষয়ে যেমন সচেতন হওয়ার সুযোগ পাচ্ছেন, পাশাপাশি লেখালেখিতে তাঁদের আগ্রহ ও অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে।