জিবলু রহমানের লেখা "গণহত্যা ১৯৭১" একটি ত্রিখন্ডিত গ্রন্থ, যা ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে সংঘটিত গণহত্যা নিয়ে রচিত। এই বইটিতে যুদ্ধাপরাধ, গণহত্যা, শরণার্থী সমস্যা, নারী ও শিশু বিষয়ক ঘটনাবলী তুলে ধরা হয়েছে।
এটি মূলত মুক্তিযুদ্ধের ইতিহাস, যুদ্ধাপরাধ, গণহত্যা, শরণার্থী এবং নারী ও শিশু বিষয়ক একটি গুরুত্বপূর্ণ দলিল।
বইটিতে উঠে এসেছেঃ
১. ভুট্টোর শেষ জীবন ২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভায় জিন্নাহ যা প্রকাশ করেছিলেন ৩. ইসলাম নিয়ে আইয়ুব খানের ভাবনা ৪. আইয়ুব খানের ভাবনায় ছিল একদিন পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাবে ৫. আগরতলা ষড়যন্ত্র মামলা : অভিযোগ অসত্য ছিল না!
৬. আইয়ুব ও ইয়াহিয়ার ভিন্নরূপ ৭. ইয়াহিয়া খানের ক্ষমতাগ্রহণ ছিল অবৈধ ৮. ইয়াহিয়া খানের ছিল অনেক বান্ধবী ৯. পাকিস্তানি সেনা কর্মকর্তাদের লিখনীতে মিথ্যাচার ১০. ১৯৭০ সালে আওয়ামী লীগের তৎপরতা ১১. ইয়াহিয়া চেয়েছিলেন সাইকেল প্রতীকে বেশি ভোট পড়ুক ১২. সামরিক অ্যাকশনের সিদ্ধান্ত আসলে কবে নেওয়া হয়েছিল? ১৩. আর্চার ব্লাডের সাক্ষাৎকারে জানা গেল অনেক কিছু ১৪. ১৯৭১ সালের মার্চ মাস আসে যেন রক্তপিপাসু হয়ে ১৫. ৭ মার্চের ভাষণ : জনপ্রত্যাশার মৃত্যু নাকি কৌশলী ভূমিকা ১৬. সংবাদপত্রের শিরেনামে ৭ মার্চ : ১৯৭৬-১৯৯০ ১৭. সত্য লিখেও পরে তা প্রত্যাহার করেন এ কে খন্দকার ১৮. অসহযোগ আন্দোলন জনগণকে এক কাতারে সামনে নিয়ে আসে ১৯. পাকিস্তান সরকার প্রকাশিত শ্বেতপত্রে মার্চের শেষের দিকের আলোচনা ২০. ১৯৭১ সালের মার্চের শেষ সাপ্তাহ ২১. ২৫ মার্চের বিবৃতিতে ২৭ মার্চ হরতালের ডাক দেন বঙ্গবন্ধু ২২. অপারেশন সার্চলাইটের প্রস্তুতির সঠিক তারিখ কোনটি? ২৩. শেখ মুজিব ওরফে ময়না মারা গেছে ২৪. ছাত্রদের দিয়ে গর্ত খোঁড়ানো হয় ২৫. শিক্ষক নিধন হত্যা দিয়ে শুরু হয় মেধাশূন্যের পরিকল্পনা ২৬. রাজারবাগ পুলিশ লাইনসে হামলা ২৭. ২৫ মার্চ পাকিস্তানি সেনাদের কথোপকথন রেকর্ড ২৮. পাকিস্তানি চূড়ান্ত হামলা হয় ২৫ না ২৬ মার্চ? ২৯. বঙ্গবন্ধুর গ্রেফতারপর্ব ৩০. স্বাধীনতা ঘোষণার দাবি কোনটি সঠিক? ৩১. ১৯৭১ সালে বঙ্গবন্ধুর পরিবার ৩২. কাগমারী সম্মেলনে গাড়ির পেছনে দৌড়াতেন কাদের সিদ্দিকী ৩৩. ইয়াহিয়া খানের জবানবন্দি ৩৪. স্বাধীনতার ঘোষণার বিষয়টি নিয়ে যাওয়া হয় আদালতে ৩৫. টার্গেট পূরণে এক ইঞ্চি ছাড় দেয়নি পাকিস্তানি বাহিনী ৩৬. ঢাকার জিঞ্জিরায় হত্যাকা- ৩৭. শিয়ালবাড়ি বধ্যভূমি ৩৮. গেস্টাপো পদ্ধতিতে অপহরণ ৩৯. চুকনগর হত্যাকান্ড ৪০. গণহত্যা : আন্তর্জাতিক আইনে দ-নীয় অপরাধ ৪১. টিক্কা খান নিহত হওয়ার গুজব ৪২. গণহত্যায় বিশ্বের প্রতিক্রিয়া ৪৩. ইয়াহিয়ার রাক্ষসরূপী প্রতিকৃতি ৪৪. বাঙালি নারীদের ওপর পাকিস্তানি সেনাদের পাশবিক নির্যাতন ৪৫. ‘যুদ্ধশিশুরা’ আশ্রয় পায় কানাডাসহ বিভিন্ন দেশে ৪৬. বন্ধ করা যায়নি বিশ্ব মিডিয়ায় তথ্য প্রচার ৪৭. ২৫ মার্চে সাংবাদিক সাইমন ড্রিংয়ের কয়েকঘণ্টা পলাতক জীবন ৪৮. সাংবাদিক সিডনি শ্যানবার্গ পকিস্তান ছেড়েই বোমা ফাটান ৪৯. সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস নির্বাক হয়ে পড়েন ৫০. মধুর ক্যান্টিনেই প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ ৫১. আলোড়ন সৃষ্টিকারী ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ৫২. শহিদের সংখ্যা ৩ লাখ না ৩০ লাখ? ৫৩. গণহত্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ৫৪. উপদেষ্টা আহমেদকে সাফাই দিতে হয় নিক্সনের সামনে ৫৫. ভারত ও সোভিয়েত ইউনিয়নের মৈত্রীচুক্তি স্বাক্ষর ৫৬. আমেরিকা-ভারত বৈঠকে পালটাপালটি ব্যাখ্যা ৫৭. নিক্সন নির্বাচনে জয়লাভ করতে বলি দেন বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকে ৫৮. মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ও তাঁর পরিবার ৫৯. ওসমানী রোষাণলে পড়েছিল জিয়ার জেড ফোর্স ৬০. আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়ার অভিযোগের সত্য-মিথ্যা ৬১. মেজর জলিলের জবানিতে মুক্তিযুদ্ধ ও এর পূর্বাপর ৬২. বাঙালিরা বসে ছিল না ৬৩. মাওলানা মওদুদির মতাদর্শ নিয়ে বিতর্ক ৬৪. ইয়াহিয়ার পক্ষে কতিপয় বাঙালির তৎপরতা ৬৫. আইনে ছাড় পেয়েছিল শান্তি কমিটি ৬৬. শান্তি কমিটির ইস্যু করা পরিচয়পত্র নিতে এসে হত্যার শিকার ৬৭. রাজাকার বাহিনী গঠন ৬৮. আল শামস বাহিনী গঠন ৬৯. ডেথ স্কোয়াড আল বদর ৭০. ক্ষমতার অংশীদ্বার হতে চেয়েছিল জামায়াত ৭১. ‘রাজাকার’ শব্দের ব্যাপক ব্যবহার ৭২. গোলাম আযমের ১৯৭১ ৭৩. সংসদীয় গণতন্ত্রের সূচনায় গোলাম আযম রাজনীতিতে প্রকাশ্য হন ৭৪. গোলাম আযম ‘পলাশী থেকে বাংলাদেশ’ গ্রন্থে যা লিখেছেন ৭৫. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম আযমের যত অপরাধের বিচার ৭৬. আওয়ামী লীগের ভেতর রাজাকার ৭৭. মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রাম ৭৮. যুদ্ধাপরাধী রাজা ত্রিদিব রায় ৭৯. মুক্তিযুদ্ধকালে পাকিস্তানপন্থিদের তৎপরতা ৮০. পাকিস্তানে বঙ্গবন্ধুর বিচার ৮১. বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের মহাপরিকল্পনা ৮২. ইয়াহিয়া চাইলেন মুজিবের ফাঁসি, ভুট্টোর না ৮৩. তালিকা নেই শহিদ বুদ্ধিজীবীদের ৮৪. ভুট্টো ফাঁস করেন মুজিবের মুক্তির বিষয়টি ৮৫. স্বাধীন দেশে বঙ্গবন্ধু ৮৬. যারা জীবনের আলো করে দেয় অন্ধকার ৮৭. যুদ্ধবন্দিদের নিরাপত্তা হেফাজতে নেয় ভারত ৮৮. ভুট্টো যে-কারণে ছিলেন সেনাবাহিনীর চাপে ৮৯. ভারত-পাকিস্তান বৈঠকে তাদের স্বার্থই হাসিল হয় ৯০. পাকিস্তানি সেনা কর্মকর্তাদের যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ ৯১. আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করে পাকিস্তান ৯২. পাকিস্তানে আটকেপড়া বাঙালিদের নির্যাতন শুরু করেন ভুট্টো ৯৩. ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন ভুট্টো ৯৪. বাংলাদেশকে স্বীকৃতির বিরুদ্ধে ভুট্টোর অবস্থান ৯৫. বাংলাদেশ-ভারত-পাকিস্তানের ত্রিপক্ষীয় চুক্তি ৯৬. পাওনা সম্পদ ফেরত দেয়নি পাকিস্তান ৯৭. আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি ৯৮. পাকিস্তানের দৃষ্টিতে আমাদের মুক্তিযুদ্ধ ৯৯. জাতীয় গণহত্যা দিবস ১০০. ভারতের দৃষ্টিতে আমাদের মুক্তিযুদ্ধ
জন্ম ১৯৭৮ সালের ৫ মে সিলেট জেলার গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামে নানার বাড়িতে। পৈত্রিক নিবাস গোয়াইনঘাট উপজেলার দেয়ারগ্রামে। পিতা শামসুর রহমান ইরানে অবস্থানকালে ১৯৭৮ সালে ২৪ সেপ্টেম্বর পরলোকগমন করেন। মা হেনা বেগম, বড় ভাই লন্ডন প্রবাসী সূফী সুহেল আহমদ, মেজ ভাই ছায়েদ আহমদ জুয়েল, বড় বোন ডাঃ সুমা বেগম, স্ত্রী সফিনা বেগম মুনমুন, দুই ছেলে নাফিস রহমান ও নাদিম রহমান, ভাগ্না আহনাফ আমীর চৌধুরী আরাফ ও ভাগ্নি রামিশা মালিহা চৌধুরী আরিশা-এই নিয়েই তার পারিবারিক জগত। ১৯৯৭ সালে দৈনিক দিনকালের রাজনীতি পাতায় নিবন্ধ লেখার মধ্যে দিয়ে লেখক জীবনের সূচনা। এরপর দৈনিক সংগ্রাম, দৈনিক জনতা, দৈনিক ইনকিলাব, সাপ্তাহিক অগ্রযাত্রা, সাপ্তাহিক জনতার ডাক, দৈনিক সিলেটের ডাক, দৈনিক শ্যামল সিলেটসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে নিয়মিত লেখালেখি করছেন। লেখালেখি ছাড়াও সমাজকল্যাণমূলক কাজে জিবলু রহমান সক্রিয়ভাবে জড়িত। তিনি ‘শামসুর রহমান ফাউন্ডেশন’ নামের একটি শিক্ষা উন্নয়ন সংগঠনের সদস্য-সচিব। ‘শামসুর রহমান ফাউন্ডেশন’ নামের একটি শিক্ষা উন্নয়ন সংগঠনের সদস্য-সচিব। ‘শামসুর রহমান ফাউন্ডেশন’ প্রতি বছর সিলেট বিভাগের ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠান এবং গোয়াইনঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য প্রদান করে আসছে। জিবলু রহমান ‘শামসুর রহমান ফাউন্ডেশনের’ কার্যক্রমকে শিক্ষা উন্নয়নের একটি মডেলে উন্নীত করতে চান, যাতে দেশের অন্যান্য বিদ্যোৎসাহী ব্যক্তিরাও এটা অনুসরণ করে নিজ নিজ এলাকায় শিক্ষা উন্নয়নে ফলদায়ক অবদান রাখতে পারেন। জিবলু রহমান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (সিলেট), সিলেট মোবাইল পাঠাগার (সিলেট), রেডক্রিসেন্ট সোসাইটির (সিলেট) আজীবন সদস্য।