Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Jiblu Rahman books

followers

জিবলু রহমান

জন্ম ১৯৭৮ সালের ৫ মে সিলেট জেলার গোলাপগঞ্জের চন্দরপুর গ্রামে নানার বাড়িতে। পৈত্রিক নিবাস গোয়াইনঘাট উপজেলার দেয়ারগ্রামে। পিতা শামসুর রহমান ইরানে অবস্থানকালে ১৯৭৮ সালে ২৪ সেপ্টেম্বর পরলোকগমন করেন। মা হেনা বেগম, বড় ভাই লন্ডন প্রবাসী সূফী সুহেল আহমদ, মেজ ভাই ছায়েদ আহমদ জুয়েল, বড় বোন ডাঃ সুমা বেগম, স্ত্রী সফিনা বেগম মুনমুন, দুই ছেলে নাফিস রহমান ও নাদিম রহমান, ভাগ্না আহনাফ আমীর চৌধুরী আরাফ ও ভাগ্নি রামিশা মালিহা চৌধুরী আরিশা-এই নিয়েই তার পারিবারিক জগত। ১৯৯৭ সালে দৈনিক দিনকালের রাজনীতি পাতায় নিবন্ধ লেখার মধ্যে দিয়ে লেখক জীবনের সূচনা। এরপর দৈনিক সংগ্রাম, দৈনিক জনতা, দৈনিক ইনকিলাব, সাপ্তাহিক অগ্রযাত্রা, সাপ্তাহিক জনতার ডাক, দৈনিক সিলেটের ডাক, দৈনিক শ্যামল সিলেটসহ বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে নিয়মিত লেখালেখি করছেন। লেখালেখি ছাড়াও সমাজকল্যাণমূলক কাজে জিবলু রহমান সক্রিয়ভাবে জড়িত। তিনি ‘শামসুর রহমান ফাউন্ডেশন’ নামের একটি শিক্ষা উন্নয়ন সংগঠনের সদস্য-সচিব। ‘শামসুর রহমান ফাউন্ডেশন’ নামের একটি শিক্ষা উন্নয়ন সংগঠনের সদস্য-সচিব। ‘শামসুর রহমান ফাউন্ডেশন’ প্রতি বছর সিলেট বিভাগের ৫ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠান এবং গোয়াইনঘাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাহায্য প্রদান করে আসছে। জিবলু রহমান ‘শামসুর রহমান ফাউন্ডেশনের’ কার্যক্রমকে শিক্ষা উন্নয়নের একটি মডেলে উন্নীত করতে চান, যাতে দেশের অন্যান্য বিদ্যোৎসাহী ব্যক্তিরাও এটা অনুসরণ করে নিজ নিজ এলাকায় শিক্ষা উন্নয়নে ফলদায়ক অবদান রাখতে পারেন। জিবলু রহমান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (সিলেট), সিলেট মোবাইল পাঠাগার (সিলেট), রেডক্রিসেন্ট সোসাইটির (সিলেট) আজীবন সদস্য।

জিবলু রহমান এর বই সমূহ

(Showing 1 to 27 of 27 items)

Recently Viewed