“দ্য পাওয়ার অফ সেল্ফ-ডিসিপ্লিনঃ আত্মনিয়ন্ত্রণের শক্তি” গ্রন্থটি জনপ্রিয় লেখক ও গবেষক “পিটার হলিন্স” -এর দীর্ঘ গবেষণার সমন্বিত রূপ। ইংরেজি ভাষায় লিখা সাড়া জাগানো এই বইটি বিশ্বজুড়ে ব্যাপক পরিচিত এবং জনপ্রিয়। এটি একসময় সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকাতেও অন্তর্ভুক্ত ছিল। “দ্য পাওয়ার অফ সেল্ফ-ডিসিপ্লিনঃ আত্মনিয়ন্ত্রণের শক্তি” মুলত মনোবৈজ্ঞানিক বহুমাত্রিক দর্শনের একটি গবেষণাধর্মী উপস্থাপন। ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে কি করে সু-অভ্যাস গড়ে তোলা যায়, তা এই বইটিতে বর্ণনা করা হয়েছে। তাছাড়া ব্যক্তির অভীষ্ট লক্ষ্য-অর্জনে সক্রিয় থাকার ক্ষেত্রেও বইটি সহায়ক হিসাবে কাজ করবে। কর্মসম্পাদনের প্রারম্ভিকতা পার করে, অন্যমনস্কতা কাটিয়ে এবং তার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখে নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকার বিভিন্ন উপাদান পাওয়া যাবে বইটিতে।
আমাদের কর্মস্পৃহা আর কর্মসম্পাদনের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার কৌশল এখানে উল্লেখ করা হয়েছে। ব্যক্তির আত্মনিয়ন্ত্রণ কৌশল সম্পর্কিত গবেষণা-নির্ভর বিভিন্ন তত্ত্ব এবং ব্যবহারিক আলোচনা পাঠকের চিন্তার জগতকে প্রসারিত করবে। এই বইটি গভীর মনোযোগের সাথে অধ্যয়ন করলে জীবনের প্রতি আগ্রহ-হারানো পরাজিত মানুষকে আত্মনিয়ন্ত্রণের সীমানায় সচল রেখে, ইতিবাচক ভবিষ্যৎ দেখানোর কাজটি আয়ত্ব করাবে। ‘কোনও গুপ্তবিদ্যা নয়, অভ্যাস আর চর্চার প্রায়োগিক ফলাফল হলো আত্মনিয়ন্ত্রণের চাবিকাঠি’ - এই সত্যটিই বইটির পাতায় বারবার উঠে এসেছে।
বইটিকে বাংলায় অনুবাদ করেছেন লেখক ও উপন্যাসিক কাজী রাশেদ। বইটির তাত্ত্বিক বিশুদ্ধতা রক্ষা এবং বঙ্গানুবাদে বহুল প্রচলিত শব্দমালার ব্যবহারে অনুবাদক সর্বোচ্চ মনোযোগী থেকেছেন। তথাপি ভাষাগত উৎকর্ষতা অনুবাদটির বিশেষ দিক হিসাবে মুল্যায়িত হবে। বর্তমান সময়ের প্রেক্ষিতে বইটি নিঃসন্দেহে পাঠকের মন জয় করবে।
Visit www.PeteHollins.com to pick up your FREE human nature cheat sheet: 7 surprising psychology studies that will change the way you think. Peter Hollins is a bestselling author, human psychology researcher, and a dedicated student of the human condition. He possesses a BS in psychology and a graduate degree, and has worked with dozens of people from all walks of life. He enjoys hiking with his family, drinking craft beers, and attempting to paint. He is based in Seattle, Washington.