‘একটি রঙিন দুপুরের অপেক্ষা’ এমন একটি কাব্যগ্রন্থ যেখানে কবির অনুভবজাত প্রেম নিসর্গছায়া, স্পর্শময়তা, ক্ষরণ, নৈঃসঙ্গের দুর্ভর বেদনার চালচিত্র ও স্মৃতিমুগ্ধতার নোনাছাপ দৃশ্যমান হয়ে উঠেছে। কবিতাগুলির মধ্যে নগর মধ্যবিত্ত জীবনের স্বপ্ন আকাক্সক্ষা, পাওয়া-না পাওয়ার দোলাচল, সূক্ষ্ম পরিশীলিত অন্তর্জীবন আর হার্দিক রক্তক্ষরণের বহুবর্ণিল ছবি চিত্রিত হয়েছে। কবিতার শরীরে রয়েছে বিচিত্র শব্দ, বর্ণ, ঘ্রাণ, রং, সুর ও আলোর খেলা; যা মিলেমিশে কথাকাব্যেরই ভুবন তৈরি করেছে। এই কথাকব্যের আধার প্রকৃতি যার সাথে অবিমিশ্রভাবে মিশেছে মানব অনুভূতির বহুস্তর, মনস্তত্ত্বের নানাপ্রান্ত। কবিতাগুলো একটা গন্তব্যের দিকে ধাবিত; কিন্তু সে গন্তব্যের পৌঁছনোর লক্ষ্যে সে তার ভাব, ভাষা, ছন্দ ও উপমায় নিজস্বতার অনুসারীই কেবল নয় প্রকাশরীতিতে ও অনুভূতির শাব্দিক চিত্রণে স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল। ভাঙনের মুখোমুখি দাঁড়িয়ে, হতাশার তলানিতে ডুবে গিয়ে কিংবা নিরাশার চোরাবালিতে আটকে পাড়লেও- এই কবিতাগুলো শেষ পর্যন্ত জীবনমুখিতার গানকে প্রতিভাত করে তুলবে বারে বারে। কবিতাগুলো শেকড়সন্ধানী বা ঐতিহ্য অনুসারী কেবল নয় তা ব্যক্তির অনুভূতির নির্দেশক। মানুষের মৌলিক অনুভবের দ্যোতক। মানুষ প্রতি নিয়ত যে অনুভবের মধ্য দিয়ে যায় সেই অনুভবকেই বহুবর্ণিল, বহুপরীক্ষিতভাবে শব্দসম্ভারে আঁকার চেষ্টা করা হয়েছে এই কবিতার সংকলনে। এটি অনেক দিনের খুচরো পয়সার মতো জমিয়ে রাখা- একটা জামাটবদ্ধ কবিতার ব্যাংক বা কবিতার ডিপোজিট। যা অনেকদিন পরে বই আকারে প্রকাশ হওয়ায় নিজেকে নির্ভার লাগছে। পাঠক আপনাকে ফজলুর রহমান-এর কবিতায় ভুবনে স্বাগত জানাচ্ছি। আমার বিশ্বাস কালের বীণায় ধ্বনিত হবে এই কবিতগুলোর সুর।
কবি, গবেষক, ঔপন্যাসিক ও ছোটোগল্পকার। জন্ম ২ ফেব্রুয়ারি, পূর্বমজমপুর, কুষ্টিয়া। পেশা সহযোগী অধ্যাপক ক্যান্টনমেন্ট কলেজ। বাংলা বিভাগ, আদমজী র শিক্ষাজীবন এসএসসি কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়ে। এইচএসসি শোমসপুর আবু তালেব ডিগ্রি কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি এবং একই বিশ্ববিদ্যালয় থেকে 'তারাশঙ্করের ছোটগল্পে প্রান্তিক চরিত্রের স্বরূপ' শীর্ষক গবেষণা অভিসন্দর্ভের জন্য অর্জন করেছেন এমফিল ডিগ্রি এবং 'সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাসে ইতিহাসচেতনা' শীর্ষক অভিসন্দর্ভের জন্য অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। প্রকাশিত গ্রন্থ কাব্যগ্রন্থ: বিনি সুতোয় গাঁথা (২০১৮) উপন্যাস: স্বপ্নঘুড়ি (২০১৪), সেতুবন্ধন (২০১৭), জল রঙের জীবন (২০১৯), অমাবস্যার ফুল (২০২২)। গল্পগ্রন্থ: লালদিঘি ও একজন চিত্রশিল্পী (২০১৫), গহিনে দাগ (২০২০), নিঃশব্দে নির্বাসন (২০২১), কুহক (২০২৩)। ই-মেইল: [email protected]