আল্লাহ শ্রেষ্ঠ, মহান তিনি-সর্ব শক্তিময়, তাঁর তুলনা কেবল তিনিই, আর কেউ তো নয়।
অকপটে-শর্তবিহীন সাক্ষ্য আমার এই: তিনি ছাড়া ইবাদতের যোগ্য তো কেউ নেই। আরও সাক্ষ্য দিতে আমার হয় না কোনো ভুল-মুহাম্মদ মুস্তফা তাঁরই বান্দা ও রাসূল!
সেই গরিয়ান আল্লাহ্ তাআলার গাই স্তুতি-গান, সালাত কায়েম করতে সবাই হও রে আগুয়ান; কল্যাণ আর ফজিলতের সন্ধানে যাই চলো, আল্লাহ মহান, শ্রেষ্ঠ তিনি-হৃদয় খুলে বলো। তিনিই মাবুদ মহামহিম, সাক্ষ্য আবার দেই: তিনি ছাড়া জিন-ইন্সানের মাবুদ কেউ নেই। [মুস্তাফা মাসুদ: আল্লাহ আমার, রাসূল আমার]
তোমার ধ্যানে আশিক-হৃদয় রয় যে নবী মুস্তফা, সকল যুগের, সব মানুষের স্বপন ছবি মুস্তফা। নির্বাচিত হে অতিথি এলে তুমি সব শেষে, প্রতীক্ষিত বিশ্ব ধরায় আল আরাবী মুস্তফা। জুন্মাতে ঘোর অন্ধকারে পথের দিশা দাও তুমি, প্রশংসিত তুমি সবার নূরের রবি মুস্তফা। সাচ্চা ও সৎ জীবন তোমার, জীবন তোমার কর্মময়, প্রেম ও ত্যাগের মূর্ত প্রকাশ 'খোশ লকবী' মুস্তফা। রহমত-ই খাস্ তুমি খোদার, প্রকাশ তুমি রহমতের, তোমার স্মরণ দেয় যে আলো, দেয় সুরভি মুস্তফা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ তাআলা পুরুষের পাশাপাশি নারীকেও দুনিয়াতে সমানভাবে ইবাদতের নির্দেশ দিয়ে রেখেছেন। আর এই নির্দেশ পালনের বিনিময়স্বরূপ পুরুষের জন্য যেমন জান্নাত রয়েছে তেমনি নারীদের জন্যও রয়েছে জান্নাত।
জান্নাতে আল্লাহ তাআলা পুরুষের জন্য স্ত্রী হিসেবে হুর সৃষ্টি করে রেখেছেন।
আবার পৃথিবীতে যে নারী যার স্ত্রী ছিল সে যদি নিজ নেক আমলের মাধ্যমে জান্নাতে যেতে পারে তাহলে দুনিয়ার স্বামী-স্ত্রী জান্নাতেও স্বামী-স্ত্রী হিসেবে থাকবে। এখন কথা হলো-
একজন পুরুষের জন্য জান্নাতে যেমন থাকবে হুর স্ত্রী তেমনি দুনিয়ার স্ত্রীও তার জন্য স্ত্রী হিসেবেই থাকবে তাহলে এই দুজনের মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী কে হবে?
এই দুই নারীর মধ্যে শ্রেষ্ঠ নারী কে হবে?
জান্নাতের হুর স্ত্রী না দুনিয়ার স্ত্রী?
কুরআন ও হাদীস থেকে স্পষ্ট জানা যায়, জান্নাতে নব সৃষ্ট হুরের চেয়ে দুনিয়ার নারীর শ্রেষ্ঠত্ব ও মর্যাদাই বেশি হবে।
দুনিয়ার নারীরা হবে জান্নাতী হুর স্ত্রীদের সর্দারিনী।
বক্ষ্যমাণ গ্রন্থে দুনিয়ার নারীদের সেই শ্রেষ্ঠত্ব ও মর্যাদার গল্পই বর্ণনা করা হয়েছে। সাথে সাথে সেই শ্রেষ্ঠত্বের কারণ কি এবং কিভাবে সেই শ্রেষ্ঠত্ব অর্জন করা যায় তারও উপায় তুলে ধরা হয়েছে।
গ্রন্থটি সর্বদিক দিয়ে সুন্দর ও শুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। তবুও কোনো ভুল পাঠকের দৃষ্টিগোচর হলে আমাদের জানানোর অনুরোধ রইল। আমরা পরের সংস্করনে তা শুধরে নেব ইনশাআল্লাহ।