পাওয়ার অব অ্যাটর্নি আইন, 2012 the Powers-of-Attorney Act, 1882 রহিত করিয়া প্রণীত হইয়াছে। রহিত আইনটি পরিপূর্ণ ছিল না। বর্তমান আইন, ২০১২ টিও পরিপূর্ণ হয় নাই কারণ আইনটি বিশেষ পাওয়ার অব অ্যাটর্নির সংজ্ঞা দেয় নাই এবং অ্যাটর্নির সীমাবদ্ধতা সম্পর্কে নীরব রহিয়াছে। সুতরাং এইসব বিষয়ে আমাদের উচ্চ আদালত, আইনবিদ ও বিভিন্ন পুস্তকের গ্রন্থকারগণ কর্তৃক প্রণীত প্রতিষ্ঠিত নীতিসমূহ অনুসরণ করা আবশ্যক। তাই উচ্চ আদালতের প্রাসঙ্গিক সিদ্ধান্তসমূহ স্পষ্ট ধারণা ও বোধগম্যতার জন্য আলোচনা করা হইয়াছে। উল্লেখ্য যে, সিদ্ধান্তসমূহের মর্মার্থ ও ভাবার্থ অনুসারে উহাদের বাংলা অনুবাদ করা হইয়াছে।
মহা পরিদর্শক, নিবন্ধন সরকারের অনুমোদন গ্রহণপূর্বক নিবন্ধন বিধিমালা, ২০১৪ বাংলা ও ইংরেজী উভয় ভাষাতেই প্রণয়ন করিয়াছেন এবং “পাওয়ার অব অ্যাটর্নি” অভিব্যক্তিটি উক্ত বিধিমালার ইংরেজী পাঠের অধ্যায় ১৩ এর শিরোনামে “Special Provisions as to Powers-of-attorney” লেখা হইয়াছে এবং বিধি ৯২ এবং ৯২ক এর সংক্ষিপ্ত শিরোনাম যথাক্রমে “Authentication of Powers-of-attorney” I “Registration of Powers-of-attorney” লেখা হইয়াছে। কিন্তু বিধি 92A(2) এ আইনের নাম লেখা হইয়াছে Power of Attorney Act, 2012.
অতএব, বর্তমান আইনের অনুদিত ইংরেজী ভাষান্তরণ করা হইয়াছে Power of Attorney Act, 2012| আবার নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর ইংরেজী ৯২ বিধিতে “donor কে “principal” হিসাবে বর্ণনা করা হইয়াছে।
পাওয়ার অব অ্যাটর্নি আইন, ২০১২ এর ধারা ৪ (৫) এ “principal” কে “পাওয়ারদাতা” এবং Attorney কে “পাওয়ার গ্রহিতা” বলা হইয়াছে এবং ধারা ৩ এ বলা হইয়াছে যে, এই আইনে বর্ণিত হয় নাই কিন্তু অন্য কোনো আইনে বর্ণিত পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত কোনো বিধান, এই আইনের সহিত সংস্কারপূর্ণ হওয়া সাপেক্ষে, প্রয়োগযোগ্য হইলে।
বাংলা পাঠের পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ এর ২(৬) ধারায় “donee” কে “অ্যাটর্নি” বলা হইয়াছে। সুতরাং আইন ও বিধিমালার ইংরেজী নাম লেখা হইয়াছে যথাক্রমে Power of Attorney Act, 2012 Ges Power of Attorney Rules, 2015| Donor I donee অভিব্যক্তিসমূহকে পর্যালোচনা অংশের ভাষ্যসমূহে যথাক্রমে পাওয়ারদাতা ও অ্যাটর্নি লেখা হইয়াছে।
পাওয়ার অব অ্যাটর্নি দলিল প্রস্তুতকরণ এবং উহার প্রমাণীকরণ, উহাতে স্ট্যাম্পশুল্ক প্রদান বিষয়ে পদ্ধতিসমূহ পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ এ বর্ণিত হইয়াছে। পাওয়ার অব অ্যাটর্নি দলিলের অবসান, প্রত্যাহার, বাতিল করার পদ্ধতি উহাদের স্বাভাবিক সমাপ্তির পূর্বে কোনো কারণে সম্পন্ন করার পদ্ধতিসমূহ উক্ত বিধিমালা, ২০১৫ এ বিস্তারিত প্রদান করা হইয়াছে। সুতরাং এই পুস্তুকে পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালা, ২০১৫ অন্তভুর্ক্ত করা হইল।