মানসিক রোগ একটা জটিল বিষয়। মানুষ যখন স্বাভাবিকভাবে চিন্তা করতে পারে না, স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, স্বাভাবিকভাবে কাজ করতে পারে না, তখন মানুষের জীবনে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যাগুলোর কারণে যদি সে ব্যক্তি নিজে কষ্ট পায় এবং অন্যকে কষ্ট দেয়, তবে বুঝতে হবে কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলো শারীরিক, মানসিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, পারিবারিক, সামাজিক অথবা রাষ্ট্রীয় জীবনে বিশৃঙ্খলার কারণে ঘটছে না কি ভুক্তভোগী ব্যক্তি তার নিজের জ্ঞানের স্বল্পতার কারণে সব বিষয়ে জট পাকিয়ে ফেলছে, তা চিহ্নিত করা প্রয়োজন।
মনে রাখা দরকার, একজন মানুষ সব বিষয়ে জ্ঞানী হতে পারে না। জ্ঞান হলো আপেক্ষিক বিষয়। একেকজন ব্যক্তি একেক বিষয়ে দক্ষ বা জ্ঞানী হয় অথবা হতে পারে, কিন্তু সব বিষয়ে সবাই জ্ঞানী হতে পারে না। কিন্তু মানুষকে প্রতিদিন বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়। এই সমস্যাগুলোকে তার জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে সমাধান করতে হয়। একজন ব্যক্তি যদি তার প্রতিদিনের সব সমস্যার সমাধান সে করতে না পারে, তবে তার দায়িত্ব—যে বিষয়ে যে জ্ঞানী, তার সাহায্য নেওয়া। কিন্তু অনেক মানুষ অর্থনৈতিক কারণে অথবা সময়ের স্বল্পতার কারণে বিশেষজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে পারে না। তাই সব সমস্যার সমাধানও সবাই করতে পারে না।
জটিল এই পৃথিবীতে প্রতিটি মানুষের দায়িত্ব নিজে সুখে থাকার জন্য আপ্রাণ চেষ্ট করা। কিন্তু সুখপাখিটা সবাই ধরতে পারে না। সুখের আশায় মানুষ অনেক কিছুই করে, কিন্তু কবরে যেতে হয় খালি হাতে। তাই প্রতিটি মানুষের দায়িত্ব মৃত্যুর আগে নিজের ঈমান, আমল ও এলেমটাকে বিশুদ্ধ করা। আমরা সবাই পরকালের যাত্রী। এই কথাটা সবার মনে রাখতে হবে।