বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর সব লেখার কপিরাইট ফ্রি হয় ২০১০ সালের শেষ নাগাদ। কিন্তু এর আগে থেকেই উনার বই বাংলাদেশে পাইরেসি হতে থাকে। যেমনটা এখন সমরেশ মজুমদার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক বাঙালি চিরায়ত লেখকের বই পাইরেসি হচ্ছে তেমন। আগের দিনে এত ভালো টেকনোলজি না থাকায় পশ্চিমবঙ্গ থেকে বই এনে সেইটা দেখে টাইপ করা হইতো এবং এরপরে বই ছাপানো হইতো। যেহেতু নামকরা লেখক, টাইপের পরে বানান ভুল ছাড়া সেভাবে কিছু ঠিক আদৌ করা হতো কিনা সন্দেহ।
আর সম্পাদনা? ওরে বাবা!
চিরায়ত লেখক! কীসের আবার সম্পাদনা!
এর বাইরেও আরেকটা বিষয় আছে, অরজিনাল বইয়ের সাথে মিলিয়ে দেখতে যাচ্ছেই বা কে? পাইরেসি বইতে ভুল থাকুক আর ঠিক থাকুক; বই পাচ্ছে এই অনেক! যার বড় উদাহরণ নিশিপদ্ম উপন্যাস। যা চোর প্রকাশনীগুলো সতীর্থের নিশিপদ্ম থেকে থেকে কপি করে প্রকাশ করতে যেয়ে যেয়ে ভুলটা ভুলই রেখে দিয়েছে।
এমন অবস্থা যে শুধুমাত্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়-এর বইয়ের তা কিন্তু না। চিরায়ত প্রায় সকল লেখকদের বইয়ের অবস্থা এমনই!
বিভূতি-ভিন্টেজ সংস্করণ আকারে বিভূতির সব বই সতীর্থ থেকে প্রকাশের ব্যাপারে কোনোই পরিকল্পনা ছিল না। নিশিপদ্ম ও দুই বাড়ি প্রকাশের পরে পাঠকদের চাহিদারই কারণেই সবগুলো বই প্রকাশ করা। তবে এই বইগুলো নিয়ে কাজ করতে যেয়েই উপরে যে বিষয়গুলো একদম স্বচক্ষে দেখার সুযোগ হলো।
বাজারে প্রচলিত সংস্করণগুলো একটা বড় অংশের ছাপার কোয়ালিটি অত্যন্ত বাজে। সেই সাথে ফ্রি হিসেবে রয়েছে বানান ভুল, বাক্য, শব্দ ও লাইন মিসিং, এমনকি অনেক বইতে প্যারাগ্রাফ পর্যন্ত মিসিং।
এই সব বিষয় সংশোধন করে বিভূতি-ভিন্টেজ সংস্করণ প্রকাশ করা হয়েছে।
এর চেয়েও বড় বিষয় হচ্ছে, চিরায়ত বইতে দেখা যায় চরিত্রের সংলাপসমূহ ড্যাশ কিংবা হাইফেন দিয়ে চিহ্নিত করা।
ফলে অনেক ক্ষেত্রে লেখক বা চরিত্রের স্বগোতক্তিকে চরিত্রের সংলাপ ভেবে দ্বিধায় পড়তে হয়। যা সমাধান করা হয়েছে বিভূতি-ভিন্টেজ সংস্করণে। পাঠকের পড়ার ও বোঝার সুবিধার্থে চরিত্রের সংলাপসমূহ ইনভার্টেড কমা বা উদ্ধৃতি চিহ্ন দ্বারা আবদ্ধ করা হয়েছে। বর্তমান সময়ের পাঠকদের সিংহভাগ ছোটবেলা থেকেই বই এভাবেই পড়ে অভ্যস্ত। তাই বিভূতি-ভিন্টেজ সংস্করণের মাধ্যমে পাঠক সহজেই গল্পের মূল স্বাদ আস্বাদন করতে পারবেন।
পাঠকদের সুবিধার্থে বিভূতি-ভিন্টেজ সংস্করণের ২০টি বইয়ের প্রথম ১৬ পেইজের পিডিএফ দেওয়া হলো। আপনারা চেক করতে পারেন।
স্বগোতক্তি হলো কোনো সাহিত্যকর্মে চরিত্রের নিজের মনে করা কথা, যা অন্য কেউ শুনতে পায় না। এটি একটি বিশেষ ধরনের উক্তি যেখানে একটি চরিত্র একা একা নিজের ভাবনা বা অনুভূতি প্রকাশ করে; যা অনেক ক্ষেত্রে লেখকের নিজস্ব উক্তি হিসেবেই গণ্য করা হয়।
বিভূতি-ভিন্টেজ সংস্করণের বইসমূহ পাঠক বান্ধব, ক্রাউন সাইজ, হ্যান্ডি ও বেস্ট প্রোডাকশন কোয়ালিটি!
যা সহজে বহনযোগ্য, সহজে পঠনযোগ্য! এমন সংস্করণ বাজারে আর নেই তা খুব জোর দিয়েই বলা যায়!
বিভূতি-ভিন্টেজ সংস্করণের পূর্ণাঙ্গ বইয়ের তালিকা:
- নিশিপদ্ম
- দুই বাড়ি
- মিসমিদের কবচ
- মরণের ডঙ্কা
- অনুবর্তন
- চাঁদের পাহাড়
- হীরামানিক জ্বলে
- কেদার রাজা
- আদর্শ হিন্দু হোটেল
- আরণ্যক
- দেবযান
- পথের পাঁচালী
- অপরাজিত
- দৃষ্টিপ্রদীপ
- বিপিনের সংসার
- ইছামতী
- অথৈজল
- দম্পতি
- সুন্দরবনে সাত বৎসর
- অশনি সংকেত+অনশ্বর (ফ্লিপ বই)