১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
“জ্ঞানের পুনর্জাগরণ ও নবধারার কাগজ”– এ স্লোগানকে সামনে রেখে চিন্তাশীল যুবসমাজের জন্য পথচলা শুরু করে ত্রৈমাসিক “মিহওয়ার”। জ্ঞানের পুনর্জাগরণের আন্দোলনকে চিন্তাশীল যুবসমাজের সামনে যৌক্তিকভাবে তুলে ধরার প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ধারাবাহিকতায়, বিগত আটটি সংখ্যার মতো শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে ত্রৈমাসিক “মিহওয়ার” এর ৯ম সংখ্যা। পূর্ববর্তী সংখ্যাগুলোর ন্যায় এ সংখ্যাতেও থাকছে সময়ের সেরা চিন্তাবিদ ও আলেমগণের চিন্তা ও লেখনী।
সম্মানিত পাঠকগণের সামনে এবারের মিহওয়ার আসছে নতুন রূপে। ‘ইসলামী চিন্তা ও দর্শন’ বিভাগে রয়েছে সুদানের প্রখ্যাত আলেম, মুতাফাক্কির ও ফকীহ প্রফেসর ড. ইসাম আল বশীরের “বিশ্বায়নের যুগে ইসলামী চিন্তার প্রাসঙ্গিকতা ও বাস্তবায়ন" শীর্ষক প্রবন্ধ। গুরুত্বপূর্ণ এ প্রবন্ধটি অনুবাদ করেছেন তরুণ অনুবাদক এবং মিহওয়ারের সহকারী সম্পাদক মিফতাহুর রহমান। এ প্রবন্ধে বিশ্বায়নের যুগে ইসলামী চিন্তার প্রাসঙ্গিকতা ও বাস্তবায়নের পন্থা লেখক অসাধারণভাবে তুলে ধরেছেন। পাশাপাশি 'বিশ্বায়নের অভিঘাতে ইসলামী চিন্তা এখন আর প্রয়োগযোগ্য নয়', এ অভিযোগের যৌক্তিক খণ্ডন করেছেন।
‘মুসলিম চিন্তাধারা’ বিষয়ে থাকছে ‘মুতাযিলা ধারার চিন্তাদর্শন' শীর্ষক প্রবন্ধ। পাকিস্তানের চিন্তাবিদ মীর ওয়ালিউল্লাহর গুরুত্বপূর্ণ এ প্রবন্ধটি অনুবাদ করেছেন তরুণ অনুবাদক ও সম্পাদক জান্নাতআরা তাবাসসুম।। ইসলামী সভ্যতার অন্যতম প্রভাবশালী ধারা, মুতাযিলা ধারার চিন্তাদর্শনের গুরুত্বপূর্ণ আলাপ উঠে এসেছে এখানে। ‘ইসলামী জ্ঞানে উসূল’ বিষয়ে থাকছে প্রখ্যাত উসূলবিদ ও মুতাফাক্কির প্রফেসর ড. মেহমেদ গরমেজ রচিত “ইমাম শাতিবি: উসূলের নবায়নে তার চিন্তাধারা” নামক প্রবন্ধ। প্রবন্ধটি অনুবাদ করেছেন বিশিষ্ট অনুবাদক এবং জ্ঞান ও সভ্যতাবিষয়ক গবেষক বুরহান উদ্দিন আজাদ । ইসলামী সভ্যতার মহান আলেম ইমাম শাতিবি ও উসূলের ক্ষেত্রে তার চিন্তা ও অবদান অসাধারণভাবে ফুটে উঠেছে এ প্রবন্ধে।
‘আখলাক ও নন্দনতত্ত্ব’ বিভাগে অনূদিত হয়েছে প্রখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ প্রফেসর ড. তারিক রামাদানের গবেষণা প্রবন্ধ “নৈতিকতার স্বাধীনতা বনাম স্বাধীনতার নৈতিকতা”। গুরুত্বপূর্ণ এ প্রবন্ধটি অনুবাদ করেছেন তরুণ চিন্তক ও গবেষক জনাব মুশফিকুর রহমান। ‘রাজনীতি ও অর্থনীতি’ বিভাগে রাজনীতি বিষয়ে রয়েছে “মুক্তির সংগ্রাম থেকে রাষ্ট্রগঠন: বাংলাদেশের সমাজতত্ত্ব ও সংস্কৃতির পাঠ” শীর্ষক প্রবন্ধ। লিখেছেন সমাজ ও সংস্কৃতি বিষয়ক গবেষক ও মিহওয়ার সম্পাদক হাসান আল ফিরদাউস। অর্থনীতিতে রয়েছে তরুণ পরিসংখ্যানবিদ ও অনুবাদক নাজিয়া তাসনীমের মাকাসিদের আলোকে উন্নয়ন শীর্ষক প্রবন্ধ।
সমাজ ও সংস্কৃতি’ বিভাগে থাকছে তরুণ চিন্তক আইনুদ্দীন সাফওয়ানের "সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে আত্মসত্তার সংস্কৃতিক রাজনীতি : অস্তিত্ব রক্ষার প্রয়াস" শীর্ষক প্রবন্ধ। আন্তর্জাতিক রাজনীতি ও ডি-৮’ বিভাগে ফি/লি//স্তি/নের প্রখ্যাত চিন্তাবিদ ও গবেষক প্রফেসর ড. সামি আল আরিয়ানের একটি সাক্ষাৎকার অনূদিত হয়েছে। "মধ্যপ্রাচ্যে ইস-রা-য়েলী যুদ্ধঃ ড. সামি আল আরিয়ানের সাথে ভূরাজনৈতিক পাঠ শীর্ষক এ সাক্ষাৎকারটি অনুবাদ করেছেন তরুণ ইঞ্জিনিয়ার ও চিন্তক সালমান মাহফুজ।
বই পর্যালোচনায় এসেছে একালের অন্যতম আলোচিত তাত্ত্বিক, চিন্তাবিদ ও গবেষক, প্রফেসর ড. ওয়ায়েল হাল্লাকের গুরুত্বপূর্ণ গ্রন্থ 'ইম্পসিবল স্টেট'। এ গ্রন্থটি পর্যালোচনা করেছেন ত্রৈমাসিক মিহওয়ার এর সহকারী সম্পাদক সা’দ মুসান্না।
বরাবরের ন্যায় এবারও সময়ের সেরা চিন্তাবিদগণ ও তরুণ চিন্তকদের লেখনীর মেলবন্ধনের মাধ্যমে নতুনত্বের ছোঁয়ায় উপস্থাপিত হবে জ্ঞানের পুনর্জাগরণ ও নবধারার কাগজ ত্রৈমাসিক “মিহওয়ার” এর ৯ম সংখ্যা।
হাসান আল ফিরদাউস : সমাজ ও সংস্কৃতি বিষয়ক গবেষক। পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। দীর্ঘদিন যাবৎ পড়াশুনা, লেখালেখি, অনুবাদ ও পাঠচক্রের সাথে যুক্ত আছেন। পাশাপাশি ইসলামী সভ্যতা, রাজনৈতিক দর্শন, উসূলে ফিকহ এবং সভ্যতা নিয়ে বড় বড় শিক্ষকদের সাহচর্যে গবেষণা করে যাচ্ছেন। ইতিমধ্যেই তার মৌলিক তিনটি গ্রন্থ ও যৌথ অনুবাদে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
বর্তমানে তিনি ইসলামী চিন্তা ও গবেষণা ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক এবং ত্রৈমাসিক মিহওয়ারের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।