১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
আরো দেখুন
১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পুরো জানুয়ারি মাসজুড়ে বই ও পণ্যে বিকাশে মাত্র ৬০০৳+ পেমেন্টে সর্বোচ্চ ১০০৳ পর্যন্ত! পুরো ক্যাম্পেইনে ক্যাশব্যাক পাবেন ১৫০৳ পর্যন্ত!*
অনলাইন বাণিজ্য মেলায় আপনার পছন্দের পণ্যে ৭৫% পর্যন্ত ছাড়! বছরের শুরুতেই সেরা ডিল, রকমারি অনলাইন বাণিজ্য মেলা, ২০২৬
যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। তিনি আমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন জ্ঞানের দ্বারা। আমাদের হেদায়েতের জন্য তিনি যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন, যারা মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিতে কাজ করেছেন। তাদের অবর্তমানে এ কাজ অব্যাহত রেখেছেন সত্যানুসারী জ্ঞানীরা জ্ঞানচর্চা ও বিতরণের মাধ্যমে। আল্লাহর আরো প্রশংসা এজন্য তিনি আমাদেরকে ‘যা জানতেই হবে শীর্ষক বইটি প্রকাশের তাওফীক দিয়েছেন। দরূদ ও সালাম পেশ করছি আল্লাহ তাআলার সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানবতার মুক্তির দিশারী ও মহান শিক্ষক। ইসলাম একটি ব্যাপক অর্থবহ শব্দ। মানবজীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি একমাত্র পূর্ণাঙ্গ ব্যবস্থাপত্র। তাই এ জীবনব্যবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক। ইসলামের পরিধি ও বিষয়সমূহ অত্যন্ত ব্যাপক ও তাৎপর্যপূর্ণ। এই ব্যাপক বিষয়ের ধারণা বা পূর্ণাঙ্গ জ্ঞান অল্প পরিসরে ফুটিয়ে তোলা সম্ভব নয়। প্রত্যেক সচেতন মানুষেরই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ রয়েছে। সহজলভ্য ও নির্ভরযোগ্য কোনো উপকরণ পেলেই এ বিষয় সম্পর্কে জ্ঞান লাভ সহজ হয়। এ বইটি বাংলা ভাষাভাষী পাঠকদের ইসলামী জীবনব্যবস্থার নানা বিষয় সম্পর্কে ধারণা দেয়ার একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। এটি জ্ঞানপিপাসু মানুষের জানার আগ্রহকে আরো বাড়িয়ে তুলবে সন্দেহ নেই । নতুন পাঠকদের জানার পরিধি, বিস্তার এবং জিজ্ঞাসু মনের মৌলিক ভিত শক্তিশালী করার জন্য এ বইয়ে সরাসরি পবিত্র কুরআন ও হাদীসের উদ্ধৃতি দেয়া হয়েছে। পাঠক এসব উদ্ধৃতি থেকে বিষয়ের সঠিকতা নির্ণয় করতে পারবেন।
পারিবারিক পড়াশুনার আবহই তাঁকে টেনে নিয়ে গেছে বই পড়ার দিকে। নানাকে দেখেছেন বই পড়তে, না হলে কিছু লিখতে যদিও সেগুলো কঠিন আইনের বই ‘তবুও দৃশ্যটা চােখে গেথে গিয়েছিল। অবশ্য আইনজ্ঞ নানার হাতে ভারতবর্ষের সংবিধানের বৃহদাংশ সংশোধিত জেনেও বিষয় হিসাবে আইন তাকে আকৃষ্ট করেনি। বই হাতে নিয়ে বুদ হয়ে গেলেন যে বিষয়-সেটা সায়েন্স ফিকসন। জন্ম-১৯৬৯ সালের ২ নভেম্বর । ছয় বছর বয়সেই মা হাতে তুলে দেন এখলাস উদ্দিন আহমেদের ফ্যান্টাসিয়া উপন্যাস 'নেংটি ইদুরের গল্প তার পরপরই সায়েন্স ফিকশন তুলে দেন আলেকজান্ডার বেলায়েভের উভচর। মানুষ'। বাল্যকাল কাটে ইঞ্জিনিয়ার বাবার চাকুরির সুবাদে সারাদেশ ঘুরে ঘুরে। ইন্টারমেডিয়েট পড়ার সময় রহস্য সাহিত্যিক কাজী আনােয়ার হােসেনর কাছে ধর্না দেন, তিনি পরামর্শ দেন পড়া লেখা শেষ করে লেখালেখিব লাইনে আসতে।" ১৯৯২ সালে প্রথম "সায়েন্স ফিকশন সংকলন ‘ওরা এসেছিল’। সেবা প্রকাশনী থেকে প্রকাশিত হয়। প্রায় অর্ধশত সায়েন্স ফিকশন বইয়ের কাজ করেছেন তিনি। অথচ একেবারে আড়ালে ছিলেন। গত দুই যুগ ধরে। ছিলেন নিভৃতে, সেখানে থাকতেই ভালোবাসেন। বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন পত্রিকা মৌলিক-এর পিছনে মুল ইন্ধন তিনি যুগিয়ে ছিলেন, ছিলেন নির্বাহী সম্পাদক। শুধু সায়েন্স ফিকশন নয়, থ্রিলার, ওয়েস্টার্ন, হরর, মিথ ছাড়াও শিশু-কিশোরদের নিয়ে কাজ করেছেন অহরহ। সম্পূর্ণ উল্টো এক চরিত্র স্যাটায়ার পত্রিকা উম্মদের সাথে গত ১৫ বছর যুক্ত আছেন। উম্মাদ সম্পাদক আহসান হাবীবের হাত ধরে ভিজু্যুয়েল মিডিয়ায় কাজ শুরু করেন। দেশের প্রথম ষ্ট্রট" শো ম্যাগাজিন অনুষ্ঠান এবং প্রথম সম্পূর্ণ অ্যাকশন ধর্মী একটি নাটক তৈরি ছাড়াও বর্তমানে ডকুমেন্টারি তৈরিতে ব্যস্ত রয়েছেন। এত সব বিষয়ের বাইরেও সম্পূর্ণ ভিন্ন এক পরিচয় আছে রুমীর। তিনি নিজে একজন কোলাজ প্রচ্ছদ শিল্পী। সেই ১৯৯২ সালে নিজের বইয়ের প্রচ্ছদ করার পর থেকে প্রায় শাচারেক কোলাজ প্রচ্ছদ করেছেন" এবং করছেন। শত ব্যস্ততার মাঝেও নিউ-এজ মিউজিক সিডি সংগ্রহ করেন এবং শোনেন। তার নিজের ব্যক্তিগত লাইব্রেরি আছে। যার সংগ্রহে আছে প্রায় হাজার পাঁচেক বই। তার স্ত্রী সানজিদা আবেদীন, কন্যা সারাহ খুরশীদ এবং পুত্র ফাইয়াছ হাসান