Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Jogindronath Sorker books

followers

যোগীন্দ্রনাথ সরকার

যোগীন্দ্রনাথ সরকার (২৮ অক্টোবর ১৮৬৬ – ২৬ জুন ১৯৩৭) ছিলেন উনিশ শতকের অন্যতম প্রধান বাঙালি শিশুসাহিত্যিক, যিনি বাংলা শিশুতোষ সাহিত্যে প্রাণ সঞ্চার করে এক নতুন ধারার সূচনা করেন। তিনি ৭০টিরও বেশি গ্রন্থ রচনা করেন, যার মধ্যে শিশু- কিশোর পাঠকের মানস গঠনে উপযোগী ছড়া, গল্প, পাঠ্যপুস্তক ও প্রাকৃতিক বিষয়ভিত্তিক বই বিশেষভাবে উল্লেখযোগ্য। জন্ম ও পরিবার যোগীন্দ্রনাথের জন্ম দক্ষিণ ২৪ পরগনার নেত্রা গ্রামে তাঁর মামার বাড়িতে, ১৮৬৬ সালের ২৮ অক্টোবর। তাঁর পিতা নন্দলাল সরকার যশোরের এক দরিদ্র পরিবার থেকে উঠে এসে জয়পুর মজিলপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ছিলেন ব্রাহ্মসমাজের সদস্য। তাঁর বড় ভাই ছিলেন খ্যাতনামা চিকিৎসক ও সমাজসেবী স্যার নীলরতন সরকার। শিক্ষা যোগীন্দ্রনাথ পড়াশোনা করেন দেওঘর উচ্চ বিদ্যালয়ে। পরে কলকাতার সিটি কলেজে ভর্তি হলেও ডিগ্রি সম্পন্ন করতে পারেননি। কর্মজীবন ও সাহিত্যচর্চা যোগীন্দ্রনাথ পেশাগত জীবনে শিক্ষকতা শুরু করেন কলকাতার সিটি কলেজিয়েট স্কুলে। একই সময় তিনি শিশুসাহিত্যের প্রতি গভীর আগ্রহ অনুভব করেন এবং সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। তিনি শিশুপাঠ্য ছড়া, গল্প, পাঠ্যপুস্তক এবং প্রাণিবিদ্যা ও প্রকৃতিনির্ভর রচনায় সমান দক্ষ ছিলেন। অর্থহীন কৌতুকপূর্ণ ছড়া রচনায় তিনি বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন। তাঁর লেখা প্রকাশিত হয়েছে সন্দেশ সহ বিভিন্ন শিশুসাহিত্য পত্রিকায়। তিনি মুকুল পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। জনপ্রিয় গ্রন্থ যোগীন্দ্রনাথ সরকারের উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে: ∙ছবি ও গল্প (১৮৯২) ∙রাঙা ছবি (১৮৯৬) ∙হাসি-খুশি (১৮৯৭) ∙খুকুমনির ছদা (১৮৯৯) ∙হাসিরাশি (১৮৯৯) ∙পশু-পাকসি (১৯১১) ∙বনে-জঙ্গলে (১৯২৯) ∙গল্প সঞ্চয়, শিশু চয়নিকা, হিজিবিজি ইত্যাদি। তাছাড়া তিনি শিশুদের জন্য বেশ কিছু পাঠ্যবইও রচনা করেন, যার মধ্যে রয়েছে জ্ঞানমুকুল (১৮৯০), চারুপথ, ও শিক্ষা সঞ্চয়। ১৮৯৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন সিটি বুক সোসাইটি, যা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশ করে—এই বইটি তরুণ পাঠকদের উপযোগী করে রামায়ণ কাহিনির একটি রূপান্তর। শেষ জীবন ১৯২৩ সাল থেকে হেমিপ্লেজিয়া রোগে ভুগলেও তিনি লেখালেখি ও প্রকাশনার কাজ চালিয়ে যান মৃত্যু (২৬ জুন ১৯৩৭) পর্যন্ত।

যোগীন্দ্রনাথ সরকার এর বই সমূহ

(Showing 1 to 22 of 22 items)

Recently Viewed