Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Emdadul Islam books

follower

এমদাদুল ইসলাম

বই পড়া তাঁর পছন্দের কাজের অন্যতম। গানও শোনেন। অবসরে দেখেন সিনেমা। তবে এ সব ছাপিয়ে এখন তার শখের মধ্যে উল্লেখযোগ্য হয়ে রয়েছে ছবি তোলা আর ইংরেজি ভাষায় প্রকাশিত পছন্দের গল্প-উপন্যাস বাংলা ভাষায় অনুবাদ করা। শখের বসেই লেখালেখি (মূলত অনুবাদ) করতে করতে এটা এখন প্রিয় একটা নেশার মতো হয়েছে এসএম এমদাদুল ইসলামের। অবশ্য এর পেছনে বরিশালের মতো এক শহরে বসবাসের প্রভাব কম নয়। কীর্তনখোলার মতো রূপসী নদীর তীরবর্তী এই ছিমছাম ও গোছানো শহরে তিনি পার করেছেন তাঁর শৈশব, কৈশোর, স্কুল ও কলেজ জীবন। তবে এমদাদুল ইসলামের জন্ম কিন্তু বিক্রমপুরে (মুন্সিগঞ্জ); ১৯৫৫ সালের ৯ অক্টোবর। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যার জনক। কর্মজীবনের শুরুতে বাংলাদেশ এগরিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনে থানা পর্যায়ে বছর দুয়েক চাকরি করেছেন। সেই চাকরির সুবাদেই যোগ দিয়েছিলেন দেশের প্রথম সম্পূর্ণ রপ্তানিমুখী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান দেশ গার্মেন্টস লি.-এ। স্বাধীনতার বছর আটেক পর ১৯৭৯ সালের মে মাসে আরও অনেকের সাথে প্রশিক্ষণের জন্য যান দক্ষিণ কোরিয়ার পুসান শহরে। দেয়ু করপোরেশনের টেক্সটাইল ও গার্মেন্ট কারখানায় সাড়ে ছয় মাসের এক তত্ত্ব ও হাতেকলমে প্রশিক্ষণ ছিলো সেটা। ফিরে এসে চাকরির চুক্তি অনুযায়ী পাঁচ বছর কাজ করেন চট্টগ্রামের কালুরঘাট শিল্পাঞ্চলে অবস্থিত দেশ গার্মেন্টস লি.-এর সদ্য প্রতিষ্ঠিত কারখানাটিতে। এরপর দুই বছর ঢাকার দুই গার্মেন্টস প্রতিষ্ঠানেও চাকরি করেন উৎপাদন ব্যবস্থাপক হিসেবে। পরে এই সব অভিজ্ঞতাই তাঁকে উদ্যোক্তার পথে হাঁটতে প্রেরণা জুগিয়েছে। কয়েকজন বন্ধু ও বন্ধুস্থানীয় মিলে ১৯৮৬ সালে শুরু করেন নিজেদের গার্মেন্টস কোম্পানি- ব্যাবিলন গার্মেন্টস লি.। ধীরে ধীরে এটি রূপ নেয় গ্রুপ অব কোম্পানিতে। এখনও তিনি একজন সক্রিয় পরিচালক হিসেবে কাজ করে যাচ্ছেন ব্যাবিলনে। এরমধ্যে অবশ্য জাপান সরকারের সহযোগিতায় জাপান গিয়েছেন দুবার। ২০১২ সালে গিয়েছিলেন ‘গ্রিন প্রডাকটিভিটি ইন বাংলাদেশ’ এবং ২০১৫ সালে ‘এক্সিকিউটিভ লিডারশিপ’ এর উপর প্রশিক্ষণ নিতে যা তার লিডারশিপ স্কিলকে শাণিত করেছে। সাহিত্যে নোবেল বিজয়ী পার্ল এস. বাক-এর সাড়াজাগানো উপন্যাস দি গুড আর্থ-কে চিরায়ত গ্রন্থ হিসেবে আখ্যায়িত করা হয়। কেননা এই লেখাটি কালের গণ্ডি পেরিয়ে মহাকালের গণ্ডিতে প্রবেশ করেছে। প্রিয় এই বইখানার বাংলা অনুবাদ দেশের সাধারণ পাঠকদের পছন্দ হবে এটা অনুবাদক নিজেই মনে করেন।

এমদাদুল ইসলাম এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed