Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Aminul Islam Parvej books

follower

আমিনুল ইসলাম পারভেজ

আমিনুল ইসলাম পারভেজ—সময়ের বিপরীতে দাঁড়িয়ে উচ্চারণ করেন সাহসী শব্দ, হৃদয়ের গভীর থেকে তুলে আনেন অন্তর্লীন অনুভব। জন্ম ফেনী সদরের বারাহীপুরে, একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। পিতা হাজী আব্দুর রউফ ও মাতা আমেনা বেগম চৌধুরানীর আদরে গড়া শৈশব তাকে গড়ে তোলে মাটির গন্ধ মেশানো, অথচ মননে ঋদ্ধ এক মানবিক সত্তায়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ঢাকার মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং ঢাকা সিটি কলেজে সম্পন্ন করে পরবর্তীতে নিজ শহর ফেনীতে থিতু হন পৈতৃক বাণিজ্যিক দায়িত্বে। তবে ব্যবসার ব্যস্ততা তাকে আলাদা করতে পারেনি সাহিত্য ও সংস্কৃতি চর্চা থেকে। কৈশোর থেকেই তিনি যুক্ত ছিলেন লেখালেখি, সংগীত, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং গুণীজন-আড্ডার সঙ্গে। তার কবিতা মূলত যাপিত জীবনের বেদনা, সমাজের বৈষম্য, সময়ের নিঃশব্দ আর্তনাদ এবং পুরুষের প্রতি ঘটে যাওয়া অবহেলার এক সংবেদনশীল প্রতিবিম্ব। ‘পুরুষ নির্যাতন বিরোধী আন্দোলন’-এর একজন অন্যতম সংগঠক হিসেবে তিনি সমাজের এক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী দাবির পক্ষে সোচ্চার কণ্ঠস্বর হয়ে উঠেছেন। বন্ধুমহলে তিনি পরিচিত 'শব্দসৈনিক পারভেজ' নামে—যিনি সরল হৃদয়ের, রসবোধসম্পন্ন এবং স্পষ্টভাষী এক সাংস্কৃতিক কর্মী। তার লেখনী যেমন তীক্ষ্ণ, তেমনি মানবিক। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘ক্রান্তিকালের কাব্য’ পাঠকসমাজে ইতিমধ্যেই সাড়া ফেলেছে। দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ বাঙালির হৃদয়ের স্পন্দন। তিনি নিজেকে সাহিত্য, সমাজ এবং মানবিক ন্যায়ের প্রতি নিবেদিত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা প্রত্যাশা করি—তার লেখনী হয়ে উঠবে সময়ের প্রতিবাদী দলিল, এবং সামাজিক চেতনার দীপ্ত ভাষ্য। কবির জন্য রইল অকুণ্ঠ শুভকামনা।

আমিনুল ইসলাম পারভেজ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed