Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Kabir Al Mamun books

followers

কবির আল মামুন

কবি, গীতিকার ও আইটি বিশেষজ্ঞ কবির আল মামুন ১৯৮৩ সালে ফরিদপুর জেলার সদর থানার জটারকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ বারেক শিকদার এবং মাতা রহিমা খাতুন। কবির আল মামুন কম্পিউটার বিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সিনেসিস আইটি পিএলসি-তে টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত। কর্মক্ষেত্রে একজন নিবেদিন প্রাণ কর্মকর্তা হিসেবে তিনি পরিচিত। দীর্ঘ দিন সরকারি ও বেসরকারি সফটওয়্যার প্রকল্পে দক্ষতার সাথে কাজ করছেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেশ কিছু প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে Project Management Competency Professional (PMC) সম্পন্ন করেন। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (PMI) থেকে Project Management Professional (PMP), ব্রিটেনের AXELOS থেকে PRINCE2, গুগল থেকে Google Project Management Professional (G-PMP), এবং মাইক্রোসফট থেকে Microsoft Certified Systems Engineer (MCSE) প্রফেশনাল সার্টিফিকেট অর্জন করেছেন। কবির আল মামুন নিয়মিত প্রযুক্তি বিষয় নিয়ে লেখালেখি করেন। এছাড়া গান, কবিতা, এবং ছোটগল্প লিখে থাকেন। তার প্রকাশিত কবিতার বই "গায়ের বাঁকে চাঁদের বাড়ী" পাঠক মহলে প্রশংসিত হয়েছে। পাশাপাশি, তার লেখা বহু গান শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। একজন দক্ষ পেশাজীবী হওয়ার পাশাপাশি তিনি একজন সৃজনশীল লেখক এবং সংগীতপ্রেমী। "প্রজেক্ট ম্যানেজমেন্টের খুঁটিনাটি" আত্ম-উন্নয়নমূলক গ্রন্থটি ক্যারিয়ার জীবনে সবারই অতীব জরুরি গ্রন্থ হিসাবে বিবেচিত বটে। এটি একটি রেফারেন্স বই হিসাবে পাঠকমহলে সমাদৃত। প্রকাশের অপেক্ষায় আছে আরো বেশ কিছু গ্রন্থ। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।

কবির আল মামুন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed