Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Aminur Rahman. books

follower

আমিনুর রহমান

জন্ম ৫ মে ১৯৫২- ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ছোট মৌকুঁড়ি গ্রামে। পিতা মরহুম ইমান আলী মোল্লা মাতা: মরহুমা ইয়ারুন নেছা। ৬ প্রতাই ৩ বোনের মধ্যে আমিনুর রহমান দ্বিতীয়। স্বল্প শিক্ষিত আমিনুর রহমান একটি সরকারি অফিসে কেরানীগিরির চাকরি করতেন। ২০০২ সালে স্বেচ্ছায় চাকরি থেকে অবসর গ্রহণ করেন। চাকরির পাশাপাশি তিনি নাটক লিখতেন, নাটকে অভিনয় করতেন, বেশ কিছু নাটক পরিচালনাও করেছেন। তাঁর 'অলিখিত সংলাপ' একটি আলোড়ন সৃষ্টিকারি নটিক প্রায় ৫০ টিরও বেশি প্রদর্শনী হয়েছে নাটকটি। ঢাকায় জাতীয় নাট্য উৎসবেও নাটকটি প্রদর্শিত হয়েছে এবং বহুগুণী নাট্যজনের প্রন্থস লাভকরেছে। এটি ছাপার অক্ষরেও প্রকাশিত হয়েছে। তাঁর রচিত অন্যান্য নাটকগুলি হলো: একজন 'তহমিনা' (মঞ্চ নাটক, বাংলাদেশ বেতার খুলন থেকেও প্রচাবিত) 'বাঁধন' (বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত। 'অংকুরের ডাক' (মঞ্চ নাটক), 'মানুষ' (মঞ্চ নাটক। 'আরেকটি যুদ্ধ চাই' (মঞ্চ নাটক), 'এক 'বলিক আলো (মঞ্চ নাটক, বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত), 'রক্তের রং লাল' (বাংলাদেশ বেতার খুলন থেকে প্রচারিত), 'ঘরের বউ' (বাংলাদেশ বেতার খুলন থেকে প্রচারিত)। তাঁর এই নাটকগুলি খুবই জনপ্রিয়ত লাভ করেছে। আমিনুর রহমান কবিতাও লেখেন। তাঁ অসংখ্য কবিতা বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িকিতে প্রকাশ পেয়েছে। তাঁর র৮৩ প্রথম উপন্যাস 'প্রতারক প্রকাশিত হয় ২০১০ সালে 'মেঘ আসে মেঘ যায়' গ্রন্থটিতে 'পরের বউ' নামে আরেকটি উপপ্লাস অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা কর যায় উপন্যাস ২টি পাঠকের ভালো লাগবে।

আমিনুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed