Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Professor Dr. Abdur Rahman Anwari books

followers

প্রফেসর ড. আবদুর রহমান আনওয়ারী

ড. মুহাম্মদ আবদুর রহমান আনওয়ারী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ধর্মতত্ত্ব ও ইসলামিক স্টাডিজ অনুষদাধীন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সিনিয়র অধ্যাপক, প্রচুর উদ্ভাবনী শক্তি সম্পন মেধাবী শিক্ষক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গবেষক। তিনি সেই বিশ্ববিদ্যালয় থেকে একই বিভাগের অনার্স (১৯৮৮ খ্রি.), মাস্টার্স (১৯৮৯খ্রি.) ডিগ্রী লাভ করেন এবং ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার কৃতিত্ব অর্জন করেন। তিনি মক্কাস্থ রাবেতা আলাম ইসলামীর শাখা প্রতিষ্ঠান ঢাকাস্থ মাহাদ লি ইদাদিদ দুআত থেকে দাওয়াহ বিষয়ে আল আযহারী প্রফেসরদের অধীনে হায়ার ডিপ্লোমা ও মাজিস্তির (১৯৮৯-১৯৯১) ডিগ্রী লাভ করেন। ১৯৯২ সনে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রভাষক হিসেবে যোগদান করেন। চাকুরী থাকাবস্থায় এমফিল (১৯৯৪), পিএইচ ডি (১৯৯৯) ও সৌদি আরবের রিয়াদস্থ কিং সউদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে এক্সিল্যান্ট গ্রেডে পিজিডি (PGD২০০৯-২০১০) ডিগ্রী লাভ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে হলের প্রভোষ্ট, বিভাগীয় সভাপতি ও ধর্মতত্ত্ব অনুষদের ডীনের দায়িত্ব পালন করেন। দাওয়াহ বিষয়ে প্রকাশিত তাঁর প্রচুর গ্রন্থাদি এদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য। বরং তাঁর গ্রন্থাদি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় স্তরে দাওয়াহ অধ্যয়নে পথিকৃৎ। তাঁর পিএইচডি কর্ম তথা কুরআনিক দাওয়াহ পদ্ধতিতে তাঁর উদ্ভাবিত প্রজেক্ট গোটা বিশ্বে সমাদ্রিত। তাঁর রচিত একাধিক গ্রন্থ সৌদি আরব, মালয়েশিয়া, ব্রুনাই, কাতার তুরস্ক ও ইংলেন্ড, মালদ্বীপ ও মিশরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য। ২০০৬ সনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে বাংলাদেশে তুলনামুলক ধর্মতত্ত্ব চর্চার উপর গবেষণা পত্র রচনা করেন, যা ২০১৪ সনে প্রকাশিত হয় এবং এর জন্য 'ইউজিসি লেখক সম্মাননা' প্রদান করা হয়। তুলনামূলক ধর্মতত্ত্ব পদ্ধতির উপর মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে ইসলাম ইন এশিয়া জার্নালে তাঁর গবেষণা প্রকাশিত হয়। এছাড়া, এ বিষয়ে বেশক'টি গ্রন্থ ও গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪২টি এবং গবেষণা প্রবন্ধ ১০২টি। তাঁর এমফিল থিসিসটি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে রিভিউকৃত ও প্রকাশের জন্য গৃহীত। এটি তুলনামূলক ধর্মীয় দৃষ্টিতে পরিমার্জিতরূপে মিশরের মাকতাবাহ আযহারিয়া থেকে প্রকাশিত। আন্তঃধর্মীয় সংলাপের উপর ইউজিসির অর্থায়নে ইবির আরো দুটি প্রজেক্ট সম্পন্ন করেন। এ বিষয়ে কাতার, মিশর, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরবসহ অনেক দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। যা সেসব দেশ থেকে প্রকাশিত।

প্রফেসর ড. আবদুর রহমান আনওয়ারী এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed