Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Abdullah Al Muaz Rifat books

followers

আব্দুল্লাহ আল মুআজ রিফাত

আবদুল্লাহ আল মুআজ রিফাত একজন সফল বাংলাদেশী আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী বাংলাদেশের নদীমাতৃক জনপদ বরগুনা জেলার আমতলী উপজেলায় এক বিখ্যাত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম আলহাজ হাফেজ মাও. খায়রুল বাসার হুজ্জাতুল্লাহ । দুইভাই ও একবোনের মাঝে তিনি সবার বড়। হৃদয় আবেগের এক অলীক চেতনার প্রভাবে লিখনি জগতে পদার্পণ করেন। পাশাপাশি ইসলামি সংস্কৃতির সঙ্গেও তার সুনিবিড় যোগসূত্র রয়েছে । বাল্যকাল হতেই তিনি ছিলেন মেধাবী এবং ইসলামী সাংস্কৃতির সাথে জড়িত। ছাত্রজীবন থেকেই তার লেখালেখির অভ্যাস ছিল। তিনি সুর জগতে, সাহিত্য জগতে প্রতিটি ক্ষেত্রে নিজের ভূমিকা তুলে ধরেছেন কৃতিত্বের সাথে। তিনি তরুণ গীতিকার, সুরকার ও সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেছেন ইসলামী সাংস্কৃতি জগতে। ইতিমধ্যে নিজের লেখা এবং সুরে বেশ কয়েকটি ইসলামি গান গেয়ে দর্শকদের মন জয় করেছেন উদীয়মান এ শিল্পী। তিনি বর্তমানে জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের সহ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেছেন তার প্রথম একক কাব্যগ্রন্হের নাম" হৃদয়ের গহীন " এছাড়াও তার বেশকিছু যৌথকাব্য গ্রন্হ রয়েছে যার মধ্যে উল্ল্যেখযোগ্য, ইসলামী চেতনার খোড়াক, অভিযাত্রী, শতকাব্য, ভালবাসার নীল ডায়েরি। মুসলিম জাতির মনে ইসলামি চেতনাকে জাগ্রত করার এক দুর্বার প্রত্যাশাই তার লেখনির উদ্দেশ্য। তিনি সকলের নিকট দোয়াপ্রর্থী

আব্দুল্লাহ আল মুআজ রিফাত এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed