Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shanjit Mondol books

followers

সঞ্জিত মন্ডল

সঞ্জিত মন্ডল দীর্ঘদিন যাবত রোবটিক্স, আইওটি, অটোমেশন নিয়ে কাজ করেন। তিনি রোবটিক্স, ইলেকট্রনিক্স এবং পদার্থবিজ্ঞানকে অসম্ভব রকমের ভালবাসেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিভাগে বিএসসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড ফিজিক্স এবং ইলেকট্রনিক্স বিষয়ে মাস্টার্স সুস্থ্য করেন সঞ্জিত মন্ডল। তার জন্য ১৯৯৮ সালের ১৩ নভেম্বর শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়। বেড়ে ওঠা অবসতে। তার বাবার নাম রঞ্জিত মন্ডল, মায়ের নাম লক্ষ্মী রানী। হাঁত্র অবস্থাতেই তার নেতৃত্বে কোয়ান্টা রোবটিক্স টিম মোট তিনটি মানব রোবট তৈরি করে। রোবট সিনা, রোবট ব্লুবেরি, এবং বাংলাদেশের প্রথম থ্রিডি প্রিন্টেড এডভান্স হিউম্যানয়েড রোবট "নিকো" সঞ্জিত মন্ডল'র তৈরী। তিনি ২০১৬ সালে এডভেঞ্চার টিমের সাথে মিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম ড্রোন তৈরি করেন, এছাড়াও তিনি ২০১৮ সালের নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের রিজিওনাল চ্যাম্পিয়ন। ২০১৯ সালের তার নির্মিত প্রথম মানব রোবট ছিল "সিনা"। কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ২০২২ সালে ১৭টি উপজেলার প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে হাতে-কলমে রোবটিক্স শিখিয়েছেন। বর্তমানে তিনি রোবটিক্স গবেষণা এবং শিক্ষকতায় যুক্ত একই সাথে "কোয়ান্টা রোবটিক্স" নামের তার নিজস্ব স্টার্টআপ নিয়ে কাজ করছেন

সঞ্জিত মন্ডল এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed