Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Muhammad Abdul Mumit books

follower

ড. মুহাম্মদ আব্দুল মুমীত

ড. মুহাম্মদ আব্দুল মুমীত জন্ম ১৯৭৮ সালের ২ মার্চ, নওগাঁ জেলার আত্রাই উপজেলার রায়পুর গ্রামে। বাবা মোসলেম উদ্দিন ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর হাতেই শিক্ষার হাতেখড়ি হয় মুমীত এর। বাবার স্কুল ভবানীপুর জিএস বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৩ সালে এসএসসি। রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে ১৯৯৫ সালে এইচএসসি; রাজশাহী কলেজ থেকে ১৯৯৯ সালে রসায়নে বিএসসি (অনার্স) ও ২০০০ সালে এমএসসি এবং রাজশাহী আদর্শ টিচার্স ট্রেনিং কলেজ থেকে ২০০৪ সালে বিএড ডিগ্রি অর্জন করেন। পরে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে রসায়নে এমফিল করেন ২০১২ সালে। একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন ২০২১ সালে। বর্তমানে তিনি শিক্ষা ও গবেষণা নিয়ে কাজ করছেন। শিক্ষাজীবনে মেধাবী ছিলেন মুমীত। তিনি বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করলেও সাহিত্যের প্রতি রয়েছে প্রবল ঝোঁক। দেশীয় জার্নালে একটিসহ বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে ছয়টির বেশি প্রকাশানার পাশাপাশি পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। সমকালীন প্রসঙ্গ, শিক্ষা, ন্যায়বোধ ও দেশবোধ তার লেখার প্রধান উপজীব্য। কঠিন ও সংবেদনশীল বিষয়কে সাবলিল ও সহজ করে প্রকাশ করার ক্ষমতা রয়েছে তার। 'ঘটনাবহুল ৩৬ জুলাই' বইটি তার অনন্য সৃষ্টি।

ড. মুহাম্মদ আব্দুল মুমীত এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed