Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Brigadier General (Retd) Abdullahil Aman Azmi books

followers

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুল্লাহিল আমান আযমী

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল্লাহিল আমান আযমী ১৯৫৮ সালে ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতা শহীদ অধ্যাপক গোলাম আযম (রহঃ) বাংলাদেশের ইসলামি আন্দোলনের একজন প্রবাদ পুরুষ; তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা আমীর এবং আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ, লেখক ও গবেষক ।

১৯৮১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে ৫ম বিএমএ লং কোর্সের ক্যাডেট হিসেবে ট্রেনিং শেষ করে ৭ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। কমিশন প্রাপ্তির সময় বিএমএ’র পূর্বের সকল রেকর্ড ভঙ্গ করে "সোর্ড অব অনার" সহ পাঁচটি পুরষ্কারের মধ্যে সেরা তিনটি পুরষ্কার অর্জন করেন, যা অদ্যাবধি কেউ ভঙ্গ করতে পারেনি।

প্রায় ৩০ বছরের বর্ণাঢ্য চাকরীর পর, ২০০৯ সালে আওয়ামী সরকার বিনা অপরাধে, বিনা তদন্তে, বিনা বিচারে তাঁর পেনশনসহ অবসরের সকল সুযোগ সুবিধা হরণ করে তাঁকে অবৈধভাবে চাকরী থেকে বরখাস্ত করে এবং সকল সামরিক স্থাপনায় তাকে অবাঞ্চিত (পিএনজি) ঘোষণা করে। ২০১৬ সালের ২২শে আগষ্ট তাকে গুম করে দীর্ঘ ৮ বছর ডিজিএফআই এর গোপন সামরিক কারাগারে বন্দী করে রাখে। এই দীর্ঘ ৮ বছর সময়ে তার পরিবার এবং দেশবাসী তার কোন খোঁজ জানতে পারেন নি, এমনকি তিনি বেঁচে আছেন কি-না তাও কাউকে জানতে দেয়া হয় নি। গুম হবার প্রায় তিন বছর পর তার মমতাময়ী মাতা ইন্তেকাল করলে সেই সংবাদও তাকে জানানো হয় নি। এই দীর্ঘ সময় তিনি আত্নীয়-পরিজন-সমাজ-পৃথিবী থেকে বিচ্ছিন্ন অবস্থায় "আয়নাঘর" নামক ছোট্ট কক্ষে মানবেতর অবস্থায় বন্দী ছিলেন। ২০২৪ সালের ৫ই আগষ্ট ছাত্র-জনতার এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন এবং ভারতে পলায়নের পর ৭ই আগষ্ট তিনি মুক্তি লাভ করেন। ডিসেম্বর ২০২৪ এ তার বরখাস্তের অবৈধ আদেশ বাতিল করে তাঁকে অবসর প্রদান করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আব্দুল্লাহিল আমান আযমী এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed