Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Newaj Arif books

followers

ডা. নেওয়াজ আরিফ

জোয়ার-ভাটাহীন নদী গোমতীর তীর ঘেঁষা শহর কুমিল্লার, চান্দিনা উপজেলার কৈলাইন গ্রামে জন্মগ্রহণ করেন ডা. গাজী মো নেওয়াজ আরিফ। বাবা মো. শহীদ উল্লাহ ও মা সেলিনা ইয়াছমিনের মেঝো সন্তান তিনি। তবে তিনি ‘নেওয়াজ আরিফ’ নামেই সমধিক পরিচিত। ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে MBBS/এম.বি.বি.এস ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে চিকিৎসক হিসেবে কর্মরত আছেন ঢাকার ইবনে সিনা হাসপাতালে। চিকিৎসা ও লেখালিখি—দুই ভিন্ন পথ, অথচ দুইটিই মানুষের মন ছুঁয়ে যাওয়ার শিল্প। তার হৃদয়ের গভীর প্রদেশে গেঁথে আছে শব্দের অনুরণন। জীবনের ক্লান্ত দিনশেষে, রোগীর চোখে এক বিন্দু তৃপ্তির ঢেউ দেখার পর; তিনি ডুব দেন লেখালেখির নিঃশব্দ জগতে। ছেলেবেলা থেকেই সাহিত্য ও ছন্দের প্রতি তার টান। কিন্তু চিকিৎসাশাস্ত্রের পাঠ নিতে নিতে তিনি উপলব্ধি করেন— ‘যেভাবে শরীরের যন্ত্রণা নিরাময় করা যায়, তেমনি কলমের ছোঁয়ায় ছুঁয়ে দেখা যায় মনের যন্ত্রণা।’ লেখালিখির হাতেখড়ি হয় মেডিকেল কলেজে এসেই। লেখালিখির শুরুটা হয় সামাজিক প্ল্যাটফর্মে, এরপর বিভিন্ন ম্যাগাজিনে। সেই ধারাবাহিকতায় নিজের সৃষ্টিকে মলাটবদ্ধ করার অভিপ্রায়ে রচনা করেন প্রথম প্রবন্ধ-গল্পগ্রন্থ — ‘উপলব্ধির প্রহর’। তার যৌথ গ্রন্থসমূহ — ‘গল্পগুলো এপ্রনের, মাতৃছায়া, ভাঙা হৃদয়ের সাতকাহন।’ প্রকাশিতব্য বই সমূহ — ‘স্পর্শের অশ্রুবিন্দু, আঁখিতে যার অশ্রু ঝড়ে।’

ডা. নেওয়াজ আরিফ এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed