Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shamim Hossain books

followers

শামীম হোসাইন

লেখক শামীম হোসাইন তিনি শৈশব থেকেই দ্বীনদার পরিবেশে বেড়ে ওঠা এক নিবেদিতপ্রাণ মুসলিম। লেখকের পিতা ছিলেন একাধারে মসজিদের ইমাম ও খতিব, তাই স্বাভাবিকভাবেই ইসলামী অনুশাসন ও আখলাকের বাতাবরণেই তার বেড়ে ওঠা। সহীহ কোরআনের আলোয় আলোকিত সেই পরিবারেই জন্ম তার। জ্যেষ্ঠ ভ্রাতা দাওয়ায়ে হাদীস উত্তীর্ণ; ধর্মভীরু ও কওমী ঐতিহ্যের গর্বিত সন্তান তিনি।


শিক্ষাজীবনের সূচনা কওমী মাদ্রাসায়। এরপর দাখিল মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে ধীরে ধীরে মক্তবের গণ্ডি পেরিয়ে অগ্রসর হন সিরাজগঞ্জের স্থানীয় এক কওমী মাদ্রাসায়। ধর্মীয় শিক্ষার সেই দৃঢ় ভিতকে সঙ্গে নিয়েই পরবর্তীতে প্রবেশ করেন জেনারেল শিক্ষার জগতে। বর্তমানে তিনি বাংলা বিভাগের মাস্টার্সের শেষ পর্বে অধ্যয়নরত।


শামীম হোসাইন শুধু একজন লেখক নন, তিনি একজন নিবেদিত দেশপ্রেমিক এবং চিন্তাশীল গবেষক। দেশ, ইসলাম ও মানবতার কল্যাণই তার জীবনের মূল লক্ষ্য। অধ্যয়ন তার নেশা— নিজ বাড়ির চারটি বুকশেলফ বইয়ে পরিপূর্ণ; ইতিহাস, ধর্ম, রাজনীতি, সাহিত্য, অর্থনীতি ও দর্শন– সবকিছুর প্রতিই তার অগাধ অনুরাগ। অসংখ্য বই পড়ে তিনি নিজের ভাবনার ভুবনকে সমৃদ্ধ করেছেন।


তিনি নিয়মিত নামাজ আদায় করেন, সহীহ আকিদা অনুসরণ করেন এবং মূলধারার ইসলামের প্রতি অবিচল আনুগত্য রাখেন। বিভ্রান্তিকর ফেরকার বিরুদ্ধে আপসহীন অবস্থান তার অন্যতম বৈশিষ্ট্য। কলমকে তিনি দেখেন দায়িত্ব হিসেবে– যেখানে অনিয়ম ও অন্যায় সেখানেই কলম চালান– আল্লাহর সন্তুষ্টির জন্য, সত্যের পক্ষে, মিথ্যার মুখোশ উন্মোচনের জন্য।


আল্লাহ তায়ালা যেন তার লিখনীর খেদমত কবুল করেন, সত্য প্রচারের পথে তাকে দৃঢ় রাখেন– আমীন।

শামীম হোসাইন এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed