Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Masudar Rahman books

follower

মাসুদার রহমান

মাসুদার রহমান এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতীয় বাংলা কবিতায় এক সাড়া জাগানো নাম। সেই সাড়া যুদ্ধবিগ্রহের নয়, সেই সাড়া এক নতুন ঊষায় সাবেকি পাখিদের জেগে ওঠার গান। সামগ্রিক বাংলা কবিতায় রসের যে অশেষ ধারা বয়ে চলেছে, আমরা মাসুদারের কবিতায় তার স্বাদ পাই। নতুন বাঙালির মেধাবী হাওয়া এবং চিরকালীন বাংলার আন্তরিক মাটি মিলে গড়ে তুলেছে মাসুদারের কবিতাভুবন। ভারতীয় বাংলা কবিতার সঙ্গে সেখানে বাংলাদেশের কবিতার কোনো ভেদ নেই। মাসুদার রহমানের ভূমিকা একজন জাদুকরের। তাঁকে শেকসপীয়ারের 'দ্য টেম্পেস্ট' নাটকের চরিত্র প্রস্পারো মনে হয়। সমুদ্র মাসুদারের কথা শোনে। আকাশ তাঁর কথায় রং বদলায়, মেঘের চাদর পাল্টে নেয়। একরকমের আশ্চর্য রস মাসুদারের কবিতায় অনায়াসেই ফুটে ওঠে, যেখানে বাংলার অখণ্ড চরাচর আছে, আছে মানবিক দুঃখ, আছে জাগতিক শোক, আছে জীবনকে দেখে অনাবিল হেসে ওঠার সুখ। এইসবই হয়, কারণ, মাসুদার রহমান শুধু তাঁর কবিতাটাই লেখেন। তিনি একান্তভাবেই নিজস্ব কবিতার লোক। অন্যদের বিশেষ কোনো প্রভাব সেখানে খুঁজে পাওয়া যায় না। এই প্রভাবহীন উত্তরাধিকার এবং নির্বিকার সমষ্টিবোধ যে আমরা তাঁর কবিতায় পাই, এর ফলে মাসুদার রহমানের লেখনী আমাদের শান্তি দেয়। আজকের বাংলা কবিতায় এমন দীপ্তিমান শান্তিকল্যাণের কবিতা খুব দুর্লভ, খুবই বিরল।

মাসুদার রহমান এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed