Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Kazi Golam Main Uddin books

follower

কাজী গোলাম মাইন উদ্‌-দীন

কাজী গোলাম মাইন উদ্-দীন একজন স্বনামধন্য কবি, প্রবীণ কর আইনজীবী এবং সমাজসেবক, যিনি দীর্ঘ কর্মজীবনে সাহিত্য, আইন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর ফেনী সদর উপজেলার মাথিয়ারা কাজি বাড়িতে জন্মগ্রহণ করেন কাজী গোলাম মাইন উদ্-দীন। ১৯৫৩ সালে ফেনী হাই স্কুল থেকে মেট্রিক এবং ফেনী কলেজ থেকে আই.কম ও বি.কম পাস করেন। তিনি পৈত্রিক ব্যবসা 'কাজি কেমিক্যাল ওয়ার্কস' পরিচালনা করেন এবং ১৯৬৯ সালে আয়কর উপদেষ্টা হিসেবে পেশাগত জীবন শুরু করেন। তিনি ফেনী জেলা কর আইনজীবী সমিতির সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন এবং ফেনী ল’ কলেজের প্রথম উদ্যোক্তা ছিলেন। লায়ন্স ক্লাব ফেনীর সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি মাথিয়ারা জামে মসজিদ কমিটির সভাপতির দায়িত্বে নিয়োজিত। সাহিত্যচর্চায়ও তিনি সক্রিয় ছিলেন। ২০০৯ সালে তাঁর কাব্যগ্রন্থ ‘তাসের ঘরে মাধবীলতা’ প্রকাশিত হয়। তিনি বাংলাদেশের প্রায় সব জেলায় ভ্রমণ করেছেন এবং তিনবার আজমীর শরীফ জিয়ারত ও দুইবার হজ পালন করেছেন। প্রকাশিত বইসমূহ কাজী গোলাম মাইন উদ্-দীন এর প্রকাশিত বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য: ‘তাসের ঘরে মাধবীলতা’ (২০০৯) ‘ডাকঘরে ঘোড়ার ডাক’ উপসংহার কাজী গোলাম মাইন উদ্-দীন একজন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি সাহিত্য, আইন এবং সমাজসেবায় তাঁর অবদান রেখে গেছেন। তাঁর জীবন ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।

কাজী গোলাম মাইন উদ্‌-দীন এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed