Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Mohammad Nurul Amin books

follower

ড. মুহাম্মদ নূরুল আমিন

ড. মুহাম্মদ নুরুল আলম চট্টগ্রামের পটিয়া থানার মির্জা বাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আলী আহমদ ও মোহছেনা খাতুনের দ্বিতীয় সন্তান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৭৬ সালে পটিয়া কলেজে হিসাববিজ্ঞানের প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়।


১৯৬৮ সালে চট্টগ্রাম সরকারি বাণিজ্য কলেজে পড়াকালীন তিনি হযরত গারাংগিয়া বড় হুজুর কেবলা (রঃ)-এর সুহবতে আধ্যাত্মিক জ্ঞানের দীক্ষা লাভ করেন। বড় হুজুরের তিরোধানের পর ১৯৭৭ সালে ঢাকায় পাড়ি জমান এবং ১৯৭৮ সালে 'রহমান রহমান অ্যান্ড কোং' সি.এ ফার্মে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন। সেই সময়ে তিনি মতিঝিল টি.অ্যান্ড.টি কলেজে অধ্যাপনা শুরু করেন।


১৯৭৯ সালে তিনি শিক্ষকতার কাজে কেনিয়ার নাইরোবিতে যান। ছয় বছর পর দেশে ফিরে ১৯৮৬ সালে চট্টগ্রামের নাসির মোহাম্মদ অ্যান্ড কোং থেকে চার্টার্ড একাউন্টেন্সি কোর্স সম্পন্ন করেন। জাতিসংঘে কাজ করার। সময় পটিয়ার হুলাইন নিবাসী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নজির হোসেন চৌধুরী এবং নজীমন আরা চৌধুরীর কন্যা নার্গিস চৌধুরী (কুমকুম)-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৮৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি গাজীপুর ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।


১৯৮৯ সালে উচ্চশিক্ষার জন্য সুইডেনে পাড়ি জমান এবং ২০০২ সালে লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বছর তাঁর পরিবার কানাডার নাগরিকত্ব লাভ করে এবং তাঁর চার কন্যা বর্তমানে কানাডায় বসবাস করছেন।


ড. আলম দীর্ঘকাল সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ দুবাই এবং ত্রিসক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তাঁর প্রখ্যাত বই "Empowering Small Entrepreneurs by Islamic Bank" ২০০৯ সালে প্রকাশিত হয়। বর্তমানে তিনি ইয়র্কভিল ইউনিভার্সিটিতে অধ্যাপনা করছেন এবং কানাডায় অবসর জীবন যাপন করছেন।


হযরত বড় হুজুর কেবলা (রঃ)-এর কাছে বায়াত গ্রহণের পর, তিনি হযরত ছোট হুজুর কেবলা (রঃ)-এর কাছ থেকে আট তরিকায় খেলাফত লাভকরেন। আল্লাহর রহমত ও বরকতে তিনি গবেষণা, শিক্ষকতা এবং আধ্যাত্মিক খেদমতে সক্রিয় রয়েছেন। তাঁর প্রচেষ্টায় গারাংগিয়া তরিকতের আলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ।

ড. মুহাম্মদ নূরুল আমিন এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed