Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Shahjahan Mohammad books

follower

শাহজাহান মোহাম্মদ

কবি, ছড়াকার ও শিশুসাহিত্যিক শাহজাহান মোহাম্মদের জন্ম ১৯৭০ সালের ৩ জানুয়ারি, দিনাজপুর জেলার দক্ষিণ লালবাগ গ্রামে। তাঁর পিতা মোহাম্মদ শাহাদত আলী ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, মাতা মরহুম মোসাম্মৎ হোসনে আরা বেগম ছিলেন একজন গৃহিণী। পাঁচ ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়। দিনাজপুর থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকায় কম্পিউটার সায়েন্স বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। কর্মজীবনে দীর্ঘদিন তিনি ঢাকা আহছানিয়া মিশনে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি নিজস্ব সামাজিক প্রতিষ্ঠান ‘ভেলা সমাজকল্যাণ সংস্থা’র মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ব্যক্তিগত ব্যবসায় যুক্ত আছেন। শাহজাহান মোহাম্মদের লেখালেখির সূচনা স্কুল জীবনেই। ছোটবেলা থেকেই গ্রামীণ জীবনের প্রতি তাঁর ছিল প্রবল অনুরাগ, যা তাঁর লেখায় গভীরভাবে প্রতিফলিত হয়। মানুষ ও প্রকৃতির সম্পর্ক, শিশুদের ভাবনার জগৎ, মানবিকতা ও ছন্দময় অভিব্যক্তিই তাঁর লেখার মূল উপজীব্য। তাঁর লেখা প্রথম স্বীকৃত ছড়া ‘গার্মেন্টস কর্মী’ প্রকাশিত হয় ২০০৬ সালে দৈনিক ভোরের কাগজ-এ। এরপর থেকে তিনি নিয়মিত লিখছেন দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিক, সাহিত্যপত্র এবং শিশু-কিশোর সাময়িকীতে। প্রকাশিত গ্রন্থসমূহ: শিশু-কিশোরদের জন্য তাঁর একক ছড়া ও গল্পের বই ছয়টি— • মেঘগুড়গুড় (২০১২) • ঝুনঝুনি (২০১৩) • শখের ঘুড়ি (২০১৪) • হাওয়াই মিঠাই (২০১৫) • মুঠো মুঠো বৃষ্টি (২০১৭) • হরিণ-ইলিশের বন্ধুত্ব (গল্প, ২০২৪) এছাড়া যৌথভাবে তিনি অংশ নিয়েছেন বেশ কিছু সংকলনে, যেমন—ছড়ার আনন্দ (২০১৬), নয় দশে নব্বই (২০১৭), রোহিঙ্গা রক্তের নদী (২০১৭), ছড়ায় ছন্দে কবিতায় (২০২২), ছন্দপুর (২০২৪), বাংলাদেশের কবি ও কবিতা (২০১২), এবং বাংলাদেশ শিশু একাডেমির ছড়াবার্ষিকী (২০২৩)। তাঁর লেখা ছড়া স্থান পেয়েছে বাংলাদেশের সেরা ছড়া সংকলনেও (২০২০, বাবুই)।

শাহজাহান মোহাম্মদ এর বই সমূহ

(Showing 1 to 3 of 3 items)

Recently Viewed