Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ahmad Rifat books

followers

আহমাদ রিফআত

আমি আহমাদ রিফআত। মানিকগঞ্জ জেলা সদরে জন্ম ও বেড়ে ওঠা। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি শেষে কওমি মাদরাসায় পড়াশোনা শুরু করি। মাওলানা সাইদ আল-মেসবাহ হাফিজাহুল্লাহর স্নেহধন্য হয়ে জালালাইন জামাত পর্যন্ত তার স্বপ্নের জামিয়ায় পড়াশোনা করি। মেশকাত ও দাওরা সমাপ্ত করি শাইখুল হাদীস রাহি. প্রতিষ্ঠিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া থেকে। ঢাকা বাঙলা কলেজেও পড়াশোনা করি। কওমি মাদরাসায় আসা ও মাদরসায় পড়াশোনার মূল প্রেরণা ছিলেন ‘ড. জাকির নায়েক’। ইসলাম ও মুসলমানদের জন্য কল্যানের স্বপ্ন নিয়ে দ্বীনের দায়ী হতে চাইতাম। এজন্য দাওরায়ে হাদীস পড়াশোনা শেষে উচ্চতর পড়াশোনার জন্য ভর্তি হয় মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়ার ‘ইসলামি দাওয়া’ অনুষদে। মুফতি আবুল হাসান আবদুল্লাহ ও মাওলানা আবদুল মালেক হাফিজাহুল্লাহর ইলমি বাগিচায় দুটি বছর বিচরণ করি। উপকৃত হই দীনের মহান দুজন গবেষক ও দায়ী মাওলানা জাকারিয়া আবদুল্লাহ ও মাওলানা হুসাইন ছহেবের সংস্পর্শ থেকে। ২. লেখালেখি ও কেরিয়ার: জালালাইন জামাতে অধ্যায়ণ রত অবস্থায় ‘ইসলামকে বুঝতে সংক্ষিপ্ত ও সচিত্র নির্দেশিকা’ নামে প্রথম অনুদিত বই বের হয়। মেশকাত, দাওরা উচ্চতর পড়াশোনার অবসর সময়কে কাজে লাগিয়ে আরো কিছু বইয়ের অনুবাদ করি। আমার প্রথম লিখিত বই ‘সিয়ার ও রমযান’। দ্বিতীয় বই ‘কিতাবুল মাগাজি’। লিখিত সিরিজ ‘ডেইলি কুরআন, ডেইলি সুন্নাহ ও ডেইলি ফিকহ’। তাহকিক ও তাখরিজের সুযোগ হয়েছে ‘সিয়ারুস সাহাবা’ সিরিজসহ কুড়িটির মত বইয়ে। এছাড়া, মানিকগঞ্জ শহরের একটি কওমি মাদরাসায় শিক্ষতার পেশায় নিযুক্ত রয়েছি। ৩. স্বপ্ন ও কিছু সিদ্ধান্ত: এখন সময়টা চলছে চব্বিশের শেষ। বয়সটাও কম। নিজেকে নতুন করে গড়ে তুলতে কিছু জটিল ও যথোপযোগী সিদ্ধান্ত নিচ্ছি। প্রথম সিদ্ধান্ত, নিজের জন্য কয়েকটা বছর ডিজিটাল ডিটক্স। দ্বিতীয় সিদ্ধান্ত, কয়েকজন সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীর সহায়তায় ডিজুয়াল মিডিয়াল পদার্পন। তৃতীয় সিদ্ধান্ত, আত্মিক সংশোধন ও আধ্যাত্মিক উন্নয়নে সোহবতে আহলুল্লাহ ও প্রচলিত তাবলিগ জামাতের সাথে সময় দিয়ে ঐশী দায়িত্ব পালন করা। চতুর্থ সিদ্ধান্ত ও মিশন, আমার বহুদিনের স্বপ্ন ‘শরীয়াহ ভিত্তিক ইসলামিক স্কুল’ প্রকল্প বাস্তবায়ন।

আহমাদ রিফআত এর বই সমূহ

(Showing 1 to 11 of 11 items)

Recently Viewed