Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mohammad Akbar Khan books

follower

মোহাম্মদ আকবর খান

কবি মোহাম্মদ আকবর খান—একজন পরিপূর্ণ জীবনবোধে দীপ্ত, গভীরতাপূর্ণ কাব্যচেতনার অধিকারী স্রষ্টা। জন্ম ১৫ জুন ১৯৫৯, চট্টগ্রামের মিরসরাই উপজেলার পূর্ব মায়ানী গ্রামে—সাহিত্য ও শিক্ষার আবহে বেড়ে ওঠা এক পরম নিবিষ্ট পরিবারের সন্তান। পিতা কবির আহমেদ ছিলেন একজন আদর্শ প্রধান শিক্ষক; মাতা মোছাম্মৎ আছিয়া খাতুন ছিলেন সংসার নামক নীরব বিদ্যালয়ের নিষ্ঠাবান শিক্ষিকা। স্ত্রী গাজী শিরিন আকতার একজন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপিকা, যিনি নিজেও লেখকজীবনের একজন নিরব প্রেরণা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে মোহাম্মদ আকবর খান উচ্চতর ব্যবস্থাপনা শিক্ষা লাভ করেন আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে দীর্ঘ সময় যুক্ত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এ, নির্বাহী কর্মকর্তা হিসেবে। পেশার কাঠামোগত শৃঙ্খলা তাকে কখনোই আবদ্ধ রাখতে পারেনি সাহিত্যের মুক্ত ক্যানভাস থেকে। বরং কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকেই তিনি ডুবে থেকেছেন কবিতার অন্তর্জগতে। তিনি আজীবন সদস্য হিসেবে যুক্ত রয়েছেন লায়ন ব্লাড ব্যাংক, চট্টগ্রামের মতো সামাজিক মানবিক প্রতিষ্ঠানের সঙ্গে—যা তার জীবনবোধের আরেকটি স্তম্ভ নির্মাণ করে। বিদ্যালয় জীবনেই কবিতার সঙ্গে পরিচয়, প্রেম ও প্রবল অনুরাগ। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে দর্শন বিভাগের সাহিত্যপত্রিকা ‘অচিরা’ সম্পাদনায় তার সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তার কবিতায় প্রতিফলিত হয় মানবতা, প্রকৃতি, স্বদেশ ও স্রষ্টার প্রতি গভীর আকর্ষণ। তার প্রতিটি পঙ্ক্তি যেন অনুভবের নির্ভার ছায়ায় জেগে ওঠা হৃদয়ের আত্মকথন। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে— 📘 ভালোবাসার অন্যরূপ (প্রথম কাব্যগ্রন্থ) 📘 জীবনের জলছায়া (দ্বিতীয় কাব্যগ্রন্থ) এইসব গ্রন্থে পাঠক যেমন খুঁজে পাবেন জীবনের অনিবার্য সৌন্দর্য, তেমনি চিন্তার গভীরতাও। তার কবিতার ভাষা সহজ, স্বতঃস্ফূর্ত এবং অনুভবনির্ভর, যা পাঠকহৃদয়ে প্রশান্তির অনুরণন তোলে। সাহিত্যের এই অগ্রসর পথিক তার অন্তর্গত ভালবাসা, দর্শনের বোধ ও জীবন-দৃষ্টিকে কাব্যে রূপ দিতে চলেছেন নিঃশব্দ দীপ্তিতে। তার সাহিত্যিক অভিযাত্রা আমাদের কাব্যভাণ্ডারকে করবে সমৃদ্ধ, সেই প্রত্যাশায়...

মোহাম্মদ আকবর খান এর বই সমূহ

(Showing 1 to 2 of 2 items)

Recently Viewed