Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Ataul Hoq Jalalabadi books

follower

আতাউল হক জালালাবাদী

আতাউল হক জালালাবাদী ১৯৬৬ ঈসায়ির ১০ আগস্ট, ঢাকায় জন্ম গ্রহণ করেন। নসব: তাঁর সম্মানিত পিতা- বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলিম, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের দীর্ঘদিনের খতীব (১৯৮৪-২০০৭ ঈসায়ী), খতীবে মিল্লাত উবায়দুল হক বিন জহুরুল হক বিন উমেদ রেজা বিন আদিল রেজা রহ.। শিক্ষাজীবন: ১৯৭৩ ঈসায়িতে তাঁর শিক্ষাজীবনের সূচনা হয় জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ, সিলেট-এ । ১৪০৭ হিজরি মোতাবেক ১৯৮৭ খ্রিস্টাব্দে এখান থেকেই তাকমিল ফিল-হাদিস সম্পন্ন করেন। অতঃপর বিশ্ববিখ্যাত দ্বীনি দরসগাহ দারুল উলূম করাচিতে তিন বছর অধ্যয়ন করে তাখাসসুস ফিল ফিক্‌হ সম্পন্ন করেন । উল্লেখযোগ্য শিক্ষকগণ: তাঁর আসাতিযার মধ্যে আরিফ বিল্লাহ আকবর আলী রহ., শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানি দা.বা., মাও. শফিকুল হক বুলবুল গাছবাড়ি, মাও. আব্দুল্লাহ বার্মী, মাও. কামারুদ্দিন রহ. অন্যতম। বিশেষ ইজাযত: নিয়মতান্ত্রিক উস্তাদগণ ছাড়াও তিনি মাও. সালিম কাসিমি, মাও. মুহাম্মদ তাহির কলকাতা, মাও. মুহাম্মদ আশিকে এলাহি বুলন্দশহরী, মাও আনযর শাহ মাসউদি, মুফতি রফি উসমানি, মুফতি মুহাম্মদ তাকি উসমানি থেকে হাদিসের বিশেষ ইজাযত লাভ করেছেন। কর্মজীবন: শিক্ষাজীবন সমাপ্ত করেই ১৪১০ হিজরি, মোতাবেক ১৯৯০ ঈসায়িতে জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহ শাহজালাল রহ. সিলেট-এ খিদমাতে নিয়োজিত হন। বর্তমানে তিনি জামেয়ার মুহাদ্দিস ও নাজিমে তালিমাত (শিক্ষাসচিব)-এর দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাসনিফাত: তাঁর রচনাবলির মধ্যে রয়েছে- আত-তাযকিরুল ফাওরী (তাকরিরে তিরমিযি), আয-যাওয়াইদ (শরহে আকাইদের টীকা), হেদায়াতুস সাবিল (লি-হল্লে শাওয়াহিদে শরহে ইবনে আকিল), আদর্শ জীবনের গল্প, মহৎ জীবনের গল্প । তাঁর অনূদিত গ্রন্থাবলির মধ্যে রয়েছে- ওজালায়ে নাফিয়া, পারিবারিক কলহ ও প্রতিকার, মালবুদ্দামিনহু ইত্যাদি । পরিবার: সাংসারিক জীবনে তিনি ১ ছেলে ও ৪ মেয়ের জনক । বর্তমান ঠিকানা: বর্তমানে তিনি মিতালী ১০/২, সুবিদবাজার, সিলেট-এ বসবাস করছেন।

আতাউল হক জালালাবাদী এর বই সমূহ

(Showing 1 to 5 of 5 items)

Recently Viewed