Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Dr. Muhammad Arifur Rahman books

followers

ড. মুহাম্মদ আরিফুর রহমান

ড. মুহাম্মদ আরিফুর রহমান (আল ফারুক) একজন সৃজনশীল লেখক ও গবেষক। ধর্ম-দর্শর্ন, ইতিহাস-ঐতিহ্য, জীবনী-সাহিত্য ও জনকল্যাণমূলক নানা বিষয়ে তিনি নিরলসভাবে লিখে যাচ্ছেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, বাংলাদেশ ইন্সিটিটিউট অব ইসলামিক থট, বাংলাদেশ বুক কো-অপারেটিভব সোসাইটি, গাজী প্রকাশনীসহ বহু গুরুত্বপূর্ণ প্রকাশনা প্রতিষ্ঠান হতে তাঁর বিভিন্ন গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়াও তাঁর লেখা অনেক প্রবন্ধ বিভিন্ন গবেষণাজার্নাল, পত্র-পত্রিকা ও সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তাঁর রচিত গবেষণামূলক কয়েকটিগ্রন্থ হচ্ছে: মাওলানা আকরমখাঁ ও তাঁর মোস্তফা চরিত, সীরাত শাস্ত্রের ইতিকথা, বাংলা ভাষায় সীরাত চর্চা: উৎপত্তি ও ক্রমবিকাশ, মানাকিবে আহলে বাইত, নজরুলের ইসলামী মানস, ইসলামী ক্যালিগ্রাফির বিকাশধারা, প্রশ্নোত্তরে আলকুরআন পরিচিতি, হযরত ওমর (রা.)-এর গল্পকথার জীবন ইত্যাদি। ছোটদের জন্য তিনি রচনা করেছেন একগুচ্ছ মনোরম শিশুসাহিত্য। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে: আল কুরআনের গল্প (সিরিজ ১৫-১), নবীদের গল্প (সিরিজ: ১৫-১), ছোটদের প্রিয়নবী (সা.), হাদীসের গল্প, খলিফাদের কাহিনী, জান্নাতি মানুষের গল্প, ছোটদের মহানবী (সা.)-এর বাণী ও শিক্ষা, মহানবী (সা.)-এর জীবনের অলৌকিক ঘটনাবলী, মহানবী (সা.)-এর ভবিষ্যত বাণী, সাহাবীদের গল্প, জান্নাতি নারীদের গল্প ইত্যাদি। ড. আরিফ ১৯৮১ সালে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার জুইদন্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মাওলানা মোহাম্মদ দলিলুর রহমান (রহ.) এবং মাতার নাম আনোয়ারা বেগম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ হতে ২০০৫ সালে অনার্স এবং ২০০৬ সালে মাষ্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি শিক্ষা ও গবেষণামূলক আরো বিভিন্ন ডিগ্রি ও প্রশিক্ষণলাভ করেন। ২০১৭ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে কলেজে শিক্ষকতার মাধ্যমে তিনি আনুষ্ঠানিক কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি বহু শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে কাজ করেন। বর্তমানে তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি শিক্ষা, সমাজ সেবা ও গবেষণামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বহু সভা সেমিনারে তিনি অংশগ্রহণ করেন। সমাজে সবার মুখে হাসি ফুটুক, সবার সমাজিক মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত হোক, সকল মানুষ সম্মান ও মর্যাদার সাথে বসবাস করুক এটা তার প্রত্যাশা।

ড. মুহাম্মদ আরিফুর রহমান এর বই সমূহ

(Showing 1 to 39 of 39 items)

Recently Viewed