Sort

Reset Sort

Filter

Reset Filter

Shop by Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Rochona Parveen books

follower

রচনা পারভীন

রচনা পারভীন জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালি থানার এক মধ্যবিত্ত পরিবারে। বাবাÑমো. খালেকুজ্জামান, মাÑমিসেস রাবেয়া বেগম। বাবা মায়ের দ্বিতীয় সন্তান। ছোটোবেলা থেকেই তিনি কিছু কিছু লেখালেখি করতেন। অসাধারণ ছবি আঁকায় পারদর্শী বিশেষ করে পেন্সিল স্কেচ। এই বিষয়ে তাঁর কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, নিজে নিজেই আপন মনের মাধুরি মিশিয়ে আঁকেন। স্কুল কলেজে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। কবিতা আবৃত্তি, চিত্র অংকনসহ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসংখ্য পুরস্কার পেয়েছেন। বর্তমানে গাজিপুরের, কালিগঞ্জ থানার অন্তর্গত মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। ব্যস্ততা ভরা জীবনে, সংসার, সন্তান, চাকরি সামলিয়ে তিনি লেখালেখি করেন। তাঁর স্বামী মো. তারেক হাসান একজন ব্যবসায়ী। দুই পুত্র সন্তানের জননী। বড়ো ছেলে কানাডায় এবং ছোটো ছেলে নবম শ্রেণিতে অধ্যয়নরত। রচনা পারভীন প্রচণ্ড মেধাবী হওয়া সত্ত্বেও পারিবারিক প্রতিবন্ধকতার কারণে অনেক সুযোগ অনিচ্ছাকৃতভাবে তাঁকে হাতছাড়া করতে হয়েছে। ইতোমধ্যে, বিভিন্ন পত্র-পত্রিকায় এবং যৌথ কাব্য সংকলনে তাঁর অনেক কবিতা এবং গল্প ছাপা হয়েছে। ২০২১ সালে প্রকাশিত হয় তাঁর একক প্রথম কাব্যগ্রন্থ “অন্তর্জীবনের গল্প”। ২০২২ সালে দ্বিতীয় একক কাব্যগ্রন্থ “সুখের মতো উদযাপিত দুঃখগুলি” প্রকাশিত হয়। তৃতীয় একক কাব্যগ্রন্থ “ঋষি-শূন্যতায় সমর্পণ” প্রকাশিত হয় ২০২৩ সালে। ২০২৪ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় গল্পগ্রন্থ ‘এক জোনাকির জোছনা বিলাস’ অমর একুশে বইমেলায় ২০২৫ সালে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ ‘প্রেম অথবা ভালোবাসা বিভ্রান্তি’। প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং পজেটিভ চিন্তার মানুষ তিনি। কন্যা, মা, কলিগ, স্ত্রী হিসেবে ভীষণ নির্ভরশীল একজন মানুষ। একার প্রচেষ্টায় জীবনের সকল অর্জন। লেখালেখি জীবনে তিনি বেশ কিছু সম্মাননা পেয়েছেন। ভুপেন হাজারিকা সাহিত্য স্মৃতি সম্মাননা স্মারক। ২০২৩ (আসাম), আব্বাসউদ্দীন স্মৃতি সম্মাননা স্মারক ২০২৩ (কুচবিহার), সুফিয়া আমান সাহিত্য পদক (২০২৪), সাহিত্য সম্মাননা স্মারক বন্ধুন ৯৩ একুশে বইমেলা (২০২২), স্বাধীনতা দিবস উপলক্ষে সাহিত্য স্মৃতি স্মারক ২০২১ (গাজীপুর), ইলোরা আন্তর্জাতিক সাহিত্য স্মৃতি স্মারক (২০২৩), আন্তর্জাতিক নারী দিবস ২০২১ সাহিত্য স্মৃতি স্মারক (আমরা ৯৩), সাহিত্য স্মৃতি স্মারক ২০২৪ (দে-শ বাংলা প্রকাশনা), ৮ বিভাগীয় সাহিত্য কমিটি থেকে পেয়েছেন সাহিত্যে অবদানের জন্য স্মৃতি স্মারক (২০২৪)।

রচনা পারভীন এর বই সমূহ

(Showing 1 to 4 of 4 items)

Recently Viewed