Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Muhammad Ayub Vuiyan books

follower

মুহাম্মদ আইয়ুব ভূঁঞা

মুহাম্মদ আইয়ুব ভূঁঞা ফেনী শহর থেকে দক্ষিণে লালপোল হয়ে পশ্চিম সিলোনীয়া গ্রামে দাগন আলী ভূঁঞা বাড়িতে ১৯৮৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা মাহমুদুল হক ভূঁঞা ও মাতা কাজী জমিলা খাতুন। কিশোর বয়স থেকেই লেখালেখির প্রতি ছিল আইয়ুব ভূঁঞার পরম ঝোঁক। কলেজজীবনে প্রগতিশীল মানুষের সংস্পর্শে এসে লেখালেখি ও রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন। তিনি ফেনী সরকারি কলেজ থেকে বিএসএস অনার্স পাস করেন। বর্তমানে ব্যবস্যার পাশাপাশি সামাজিক সফল কর্মের সঙ্গেও যুক্ত। সাংবাদিক হওয়ার প্রবল ইচ্ছা ছিল তার। দৈনিক যুগান্তরের পাঠক কলামে ‘ইডেন কলেজে বর্বরতা’ শিরোনামে তার একটি লেখা প্রকাশিত হলে তিনি আরো উৎসাহিত হন। এরপর সাপ্তাহিক ফেনীর গৌরব পত্রিকায় প্রকাশিত হয় ‘প্রেম ও মায়াবিনী’ কবিতাটি। এটি পাঠকের মাঝে বেশ প্রশংসিত হয়। ২০০৭ সালে তিনি ‘মায়াবিনী’ উপন্যাসটি লেখা শুরু করেন। বাবার ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়ায় উপন্যাসটি লেখা শেষ হয়নি। অর্ধেকেই থেমে যায়। সাংবাদিকতাও করা হয়নি। ২০১৫ সালের মাঝামাঝি সময় লেখক ব্যবসার উদ্দেশ্যে ভারত সফরে যান। তখনই মনের মাঝে উঁকি দেয় অসমাপ্ত মায়াবিনী উপন্যাসের কথা। দেশে এসে বাকি অংশ লিখে পাঠকদের মাঝে উপস্থাপন করেন। আর প্রিয় পাঠক মহলের হৃদয়ে মায়াবিনী উপন্যাসটি আলোড়ন সৃষ্টি করে। ভূয়সী প্রশংসা পেতে পেতে তিনি লেখেন প্রিয় পাঠকদের জন্য দ্বিতীয় উপন্যাস ‘রাজকুমারী’।

মুহাম্মদ আইয়ুব ভূঁঞা এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed