Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

 Nasrin Rina books

follower

নাসরীণ রীণা

নাসরীণ জাহান রীণা লক্ষ্মীপুরের সদর উপজেলার পশ্চিম গোপীনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুলজীবন থেকেই লেখালেখি শুরু। স্কুল দেয়ালিকায় প্রথম কবিতা প্রকাশ হয়। সিইনএড প্রশিক্ষণকালে ম্যাগাজিনে লেখা প্রকাশ পায়। পেশায় শিক্ষক। শিক্ষা : বিএসএস। তিনি এসএসসি, এইচএসসি, সিইনএডÑ সবগুলোতেই প্রথম বিভাগে উত্তীর্ণ হন। কবি ‘আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদ’র কেন্দ্রীয় কমিটির নারী ও মহিলা বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয় কবি পরিষদের (জাকপ) নির্বাহী কমিটি এবং লেখিকা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সিনিয়র পরিচালক। এ ছাড়াও ‘বিশ্ব বাংলা সংস্কৃতি পরিষদ’, ‘বাংলাদেশ পোয়েটস ক্লাব’ এবং আরো কিছু সাহিত্য সংগঠনে দায়িত্বরত। তিনি বিভিন্ন সংগঠন হতে সম্মাননা স্মারক, সনদ এবং পদকপ্রাপ্ত হন। বিশ্ব বাংলা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ২০২২-এ সাহিত্য-সংস্কৃতিতে অবদানের জন্য সম্মাননা স্মারক, আরশি বর্ষসেরা সম্মাননা স্মারক (২০১৯), জাতিসংঘ দিবস ২০২১-এ ‘সুপার টেন বৈশাখী প্রতিযোগিতা’য় বিজয়ী হিসেবে পদক ও সনদপ্রাপ্ত হন। চতুর্দশ জাতীয় সাহিত্য সম্মেলন ২০২২-এ জাতীয় কবি স্মৃতিপদক এবং সার্ক আন্তর্জাতিক কবিতা উৎসব ২০২২-এ কবি ও লেখক হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন। ‘বিজন মনের কূজন’ কবির প্রথম একক গ্রন্থ। বেশকিছু দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকায় নিয়মিত কবিতা, গল্প, ভ্রমণকাহিনি প্রকাশ হয়ে আসছে। কিছু অণুগল্প, ভ্রমণকাহিনি, ছোটগল্প, গীতিকাব্য রচনা এবং সুর করার কাজও হয়েছে। বাংলাদেশ পোয়েটস ক্লাবের পক্ষ থেকে লক্ষ্মীপুরের ‘লক্ষ্মীকবি’ উপাধি পান। মেয়ে তানজিনা বিনতে আমিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ছেলে নাবিল ইবনে আমিন, অষ্টম শ্রেণির ছাত্র।

নাসরীণ রীণা এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed