Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Mahbuba Mona books

follower

মাহবুবা মোনা

মাহবুবা মোনা সমুদ্র মথিত প্রাচীন জনপদ সমতটের একটা উল্লেখযোগ্য অংশ নিয়ে গড়ে উঠছে আজকের নোয়াখালী। এর কোমল-উর্বরা পলিতে কবি মাহবুবা মোনা ১৯৯০ সালের ৬ জুন জন্মগ্রহণ করেন। বাবার চাকরির সুবাদে জন্মভূমি ছেড়ে উত্তরের জেলা দিনাজপুরে কাটে শৈশব-কৈশোর। তারপর ঠিকানায় ফেরা। মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ফেনী ও নোয়াখালীতে। মোহনীয় প্রকৃতি তাকে কবি করে তোলে তারুণ্যেই। তারপর ইংরেজি সাহিত্যে স্নাতক- স্নাতকোত্তর। কবিও স্বপ্নকে সুশোভিত করার সুযোগ হাতছাড়া করেন না। প্রেম-প্রণয়- বিরহ, দুঃখ-জরা-ক্লান্তি আর আনন্দ-উচ্ছ্বাস-হুল্লোড় কথা বলে ওঠে কবির নিজস্বতায়। মোনার কবিতা যাত্রার পথ ক্রমে ঋদ্ধ হয় ফুলে-ফসলে। নোনা হাওয়ায় আলতো দুলে ওঠে এর পত্র-পল্লব। মোস্তফা কামাল ও আয়েশা কামালের তিন সন্তানের মধ্যে মাহবুবা মোনা কনিষ্ঠ। বর্তমানে শিক্ষকতায় নিমগ্ন কবি, শিশুদের মধ্যে দেখেন অপার আশা। শব্দ ও বাক্যে তাদের গড়ে তোলা তার কাছে শিল্পচর্চার চেয়ে কম কিছু নয়। জীবনসঙ্গী-কবি ও গণমাধ্যমকর্মী ফয়জুল ইসলাম জাহানের সাথে পেতেছেন সংসার। মিহিকা ও ফাইজানকে নিয়ে তাদের নিত্যদিনের আনন্দ ভাগাভাগি। মাহবুবা মোনার প্রথম কাব্যগ্রন্থ ‘অলীক মূর্ছনার প্রচ্ছদ’। প্রকাশ হয় ২০১৮ সালে। চিন্তায়, লেখায় ও কাজে একাগ্র কবি তাই লিখে চলেন ক্রমশ। পরিস্থিতি ও বাস্তবতা তার কলমকে আঘাত করেছে বটে, তবে থামিয়ে দিতে পারেনি। মোনা ও কবি উত্তরাধিকারের এ পথে যোগ্য উত্তরসূরি। প্রকৃতিপ্রেমে আকণ্ঠ নিমজ্জিত কবি মোনা লেখালেখির বিচিত্র আঙিনায় হতে চান শক্তিমান পদাতিক। সৃজনের বহুমাত্রিক ধারা উজ্জ্বল আলোকশিখা হয়ে ক্রমাগত আলো ফেলবে সর্বত্র।

মাহবুবা মোনা এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed