আমার কথা ‘তোমার কাছে নত হয়েছি কবিতা’-কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর এই লাইনটি বুকের মাঝে নিত্য বাজে। মনে হয়, কবিতাকে যতখানি ভালোবাসি ততখানি যদি ধারণ করতে পারতাম ! অত মেধা আমার নেই। তবে শৈশবেই কবিতার যে বীজ আমার বাবা আমার মধ্যে পুঁতে দিয়েছিলেন সেই কবিতাকে আমি কোন দিন ছেড়ে যাইনি, ভুলে থাকিনি কোন সময়। আমার সুখে-অসুখে কবিতাকে আঁকড়ে ধরে রাখি। সব সময় যে কবিতাকে কণ্ঠে ধারণ করতে পারি এমন নয়। কবিতা যে আমার মত তুচ্ছ মানুষকে ধরা দেয় তাও নয়। দীর্ঘ দশ বৎসর আগে সম্পাদনা করেছিলাম ‘আবৃত্তি করি চল্' যাঁরা বইটি হাতে পেয়েছেন তাঁদের মধ্যে অনেকে যেমন প্রশংসা করেছেন আকুণ্ঠ, সমালোচনাও করেছেন। বলেছেন, ‘এক পাতায় একটির বেশি কবিতা দিয়ে বইটির সৌন্দর্য হানি ঘটিয়েছি।' বিষয়টি আমিও বুঝেছি-এক পাতায় একটি করে কবিতা দিলে বইটি অনেক বেশি দৃষ্টি নন্দন হতো, কিন্তু কম পাতায় বেশি কবিতা দেয়ার লোভ সামলাতে পারিনি। প্রতিষ্ঠিত ঋদ্ধ খ্যাতিমান কবিদের পাশাপাশি অপেক্ষাকৃত কম পরিচিত কবিদের এত সুন্দর সুন্দর শিশুতোষ কবিতা রয়েছে বাংলা শিশু সাহিত্যে, ইচ্ছে করছিল আরও আরও কবিতা দিয়ে বইটি শিশুদের এবং সাহিত্য প্রেমীদের হাতে তুলে দিতে; পারিনি। দশ বৎসর আগেও এই ধরনের সম্পাদিত বই খুব বেশি আমার জানার পরিধিতে ছিলো না। এখন বাজারে এই সব বইয়ের সংখ্যা অনেক। শুধু তাই নয়, অনেক সম্পাদিত বই হুবহু কপি হচ্ছে ! আবৃত্তি করি চল্ বইটিও হয়েছে। ‘আবৃত্তির জানালা'র অধিকাংশ কবিতা কবিদের মূল বই থেকে নেয়া। কবির বানান রীতি গঠনশৈলী ঠিক রাখার চেষ্টা করেছি বেশির ভাগ ক্ষেত্রে। মা-বাবা, দু’বোন, বন্ধুদের তাগিদ, ক্ষুদে আবৃত্তিশিল্পী, অভিভাবকদের আগ্রহে শেষ পর্যন্ত বইটি আলোর মুখ দেখলো। আমি কৃতজ্ঞ আবৃত্তি করি চল্- এর সকল পাঠকদের কাছে, যাঁরা আমাকে উৎসাহিত করেছেন ‘আবৃত্তির জানালা' সম্পাদনা করতে। মিলি চৌধুরী
বাংলাদেশের আবৃত্তিশিল্পের চন্দনা খ্যাত কবিতাপুত্রী খ্যাতিমান আবৃত্তি শিল্পী মিলি চৌধুরীর দ্বিতীয় সম্পাদিত গ্রন্থ 'আবৃত্তির জানালা'। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রথম কন্ঠস্বর স্বর্ণকণ্ঠী মিলির বেড়ে ওঠা একটি বিশুদ্ধ সাংস্কৃতিক ও সাহিত্যিক পরিমণ্ডলে। ছোটবেলা থেকে বেতার ও টোলও শনের নিয়মিত সংবাদপাঠক ও র বাংলাদেশ টেলিভিশনের তালিকাড়ক্ত নাট্যশিল্পী মিলি চৌধুরীর একক আবৃত্তি সন্ধ্যা ও 'আলোর পথ যাত্রী'- চট্টগ্রামে এই শিল্পের মাইল ফলক। আবৃত্তি, উপস্থাপনার পাশাপাশি তার্কিক ও অভিনয়ে খ্যাতি রয়েছে এই গুণী শিল্পীর। আবৃত্তিশিল্পী ও তার্কিক হিসেবে জাতীয় পুরস্কারের পাশাপাশি অভিনয়েও জাতীয় পুরস্কার পেয়েছেন বেশ ক'বার। ১৯৯৫ সালে নাট্যকলা বিষয়ে ভারত সরকারের বৃত্তি লাভ করেন। সংস্কৃতির বিভিন্ন শাখায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত মিলি চৌধুরী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হল চ্যাম্পিয়নসহ অর্জন করেছেন বিভিন্ন পুরস্কার। বাংলাদেশের দ্বিতীয় একক নাটক নোবেল বিজয়ী নাট্যকার 'দরিয়ে ফো'র 'এ ওমেন অ্যালোন'-এ তাঁর অনবদ্য একক অভিনয় ব্যাপক প্রশংসিত। ব্যক্তিগত জীবনে আইন পেশায় (এডিশনাল পাবলিক প্রসিকিউটর, জজ কোর্ট) জড়িত বিশিষ্ট মানবাধিকার কর্মী মিলি চৌধুরীর প্রথম একক আবৃত্তি ক্যাসেট 'তোমার কাছে নত হয়েছি কবিতা।' আর্থসামাজিক পটভূমিকে এবং অস্তিত্বের সঙ্কটকে কণ্ঠে ধারণ করে শ্রোতৃহৃদয়ে আনন্দ-বেদনা-প্রতিবাদের বীজ বুনে দিতে মিলি চৌধুরী অদ্বিতীয়া। তাঁর সম্পাদনায় প্রথম প্রকাশিত আবৃত্তি উপযোগী শিশুকিশোর কবিতা সংকলন 'আবৃত্তি করি চল্'।বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রামের আবৃত্তি প্রশিক্ষক মিলি চৌধুরীর পরিচালনায় মঞ্চস্থ ও পুরস্কৃত হয়েছে বেশকিছু শিশুতোষ নাটক। আবৃত্তি শিল্পের নক্ষত্র মিলি চৌধুরীর আরাধনা হলো এ শিল্পে নতুন নতুন কুশিলব তৈরী করা।