
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বই টা অনেক সুন্দর ছিল.......
Was this review helpful to you?
or
10 খন্ড কিনেছিলাম, কাগজের কোয়ালিটি একদমই নিম্ন মানের
Was this review helpful to you?
or
It has become one of my favourite series
Was this review helpful to you?
or
অনেক সুন্দর লিখা। পড়ে অনেক ভালো লাগছে।
Was this review helpful to you?
or
best thriller series!
Was this review helpful to you?
or
অসাধারণ অ্যাডভেঞ্জার সিরিজ।
Was this review helpful to you?
or
বইটা আমার ভালো লেগেছে।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
এককথায় অসাধারণ 🔥
Was this review helpful to you?
or
অনাবদ্য লেখনি
Was this review helpful to you?
or
nice book...you can try
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
extraordinary
Was this review helpful to you?
or
Very good delivery
Was this review helpful to you?
or
if i say in one word i just sensational..
Was this review helpful to you?
or
❤️❤️
Was this review helpful to you?
or
ইসরায়েল-ফিলিস্তিনের রাজনীতি ও ক্ষমতায়নের প্রতিচ্ছবি তুলে ধরেছেন লেখক আবুল আসাদ।
Was this review helpful to you?
or
Onk valo silo thanks rokomari
Was this review helpful to you?
or
Khuv ee valo.Ma Sha allah
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
💝💝💝💝
Was this review helpful to you?
or
বইটা অসাধারণ ছিল। থ্রিল, গোয়েন্দা, রোমান্টিকতা, ইতিহাস, ঐতিহ্য সবকিছু মিলিয়ে সত্যিই অনন্য। নৈতিকতার উজ্জ্বল নজির সমৃদ্ধ বই। বাস্তবতার সাথে ইসলামের সমন্বয় লেখকের কৃতিত্ব দিতেই হয় ।
Was this review helpful to you?
or
অসাধারণ একটি সিরিজ।
Was this review helpful to you?
or
প্রিয় গোয়েন্দা সিরিজ! দেশী লেখকের এমন সাবলীল এবং সরল ভাষায় লেখা গল্প আমাকে গর্বিত করে! ধন্যবাদ আবুল আসাদ স্যারকে!
Was this review helpful to you?
or
কাভার পেজ কি হার্ডকাভার?
Was this review helpful to you?
or
অনেক অনেক অনেক ভালো লেগেছে
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ বই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ বই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ বই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ বই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ বই।
Was this review helpful to you?
or
অপারেশন তেলআবিব ১ এই বইটি দিয়েই আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস সাইমুম এর শুরু। এই বইটিতে লেখক খুবই সুন্দর ভাবে মুসলিম শরণার্থীদের করুন অবস্থার কথা লিখেছেন। এই বই এ আহমদ মুসা নিজের আপনজন দের কে হারান। আহমদ মুসার প্রথম ভালোবাসা ফারজানার মর্মান্তিক মৃত্যু ঘটে। তবে প্রথম এই বইটিতে খুবই রোমান্টিক চরিত্র হচ্ছে মাহমুদ এবং এমিলিয়া। মাহমুদ এবং এমিলিয়ার ঘটনা গুলো যে কোনো পাঠক কে রোমাঞ্চিত করতে বাধ্য।
Was this review helpful to you?
or
ভালোই
Was this review helpful to you?
or
আবুল আসাদের সাইমুম সিরিজটি মারাত্নক লেখা💥
Was this review helpful to you?
or
'সাইমুম সিরিজ' মানেই অসাধারণ কিছু! সিরিজের প্রথম বইটা পড়েই মনে হয়েছিল - 'এই সিরিজ না পড়লে আমার চলবে না, পড়তেই হবে।' বিভিন্ন দোকানে প্রায় ৫ বছর খোঁজার পর রকমারিতে এই সিরিজ পেয়েছি। ধন্যবাদ রকমারি কে ভিনদেশী বইগুলো তাদের স্টকে রাখার জন্য।
Was this review helpful to you?
or
আবুল হাসান স্যারের এক অনবদ্য রচনা।
Was this review helpful to you?
or
Ma sha allah. Great thriller series I have ever read.
Was this review helpful to you?
or
অপারেশন তেলআবিব ১ জনাব আবুল আসাদ কর্তৃক লিখিত সাইমুম সিরিজের প্রথম বই অপারেশন তেলআবিব-১। প্রথম প্রকাশিত হয় ১৯৭৬ সালে। ফিলিস্তিন এর পটভুমিতে লেখা এই বই শুরু হয়েছে অসাধারন একটা ডাইরী লিখা থেকে। সিংকিয়াং এর ধুসর মরুভূমি।নিজেদের ভিটে-মাটি থেকে বিতাড়িত প্রায় ৫০০০ মুসলমানের ঠিকানাহীন, যাযাবরের মত একটা আশ্রয়ের সন্ধানে ঘুরে বেড়ানো আর তিলে তিলে ক্ষয় হয়ে যাওয়ার এক মর্মস্পর্শী বর্ননা ফুটে উঠেছে বইয়ের প্রথম অধ্যায়ে। কিন্তু এত দূর এসেও শেষ রক্ষা হলনা। এ কালের ফেরাউন বাহিনী এখানেও এসে গেছে। আবার অজানার পথে যাত্রা করা। এবার আর তারা শুধু ৫০০০ নয়, ঐ মরুভূমি ও তার আশেপাশের আরো ৪৫০০০ হাজার, হ্যাঁ ঠিকই পড়ছেন, ৪৫০০০ মুসলিম তাদের যাথে যোগ দিয়েছে। কোথায় যাবে জানা নেই। শুধু জানা আছে সামনে এগিয়ে যেতে হবে। মুসলমানদের এ দুঃস্বপ্নের বুঝি শেষ নেই। কোথায় যাবে তার? সিংকিয়াং এ থাকা গেল না। এদিকে তিব্বতও তাদেরকে গ্রহণ করবে না। এরি মধ্যে একদিন গভীর রাতে তাদের কাফেলার উপর শোনা গেল সামরিক বিমানের রক্ত হিম করা আওয়াজ। আর হঠাত বুম...বুম... ছুটে বাইরে বেরিয়ে এল আহমদ মুসা। যা দেখল তা কোন ভাই সহ্য করতে পারবে না। তার ৪ বছরের ভাই ইউসুফ শরীরের অর্ধেক অংশ পুড়ে কয়লার মত হয়ে গেছে। আর তার পিতার অবস্থাও করুণ। একটা লাইন হুবুহু তুলে দিচ্ছি... “ মুসা, ইউসুফ নেই, দুঃখ করো না। পৃথিবীর সমস্ত নিপীড়িত শিশুর মাঝে তোমার ইউসুফকে খুঁজে পাবে।” অবশিষ্ট কাফেলা নিয়ে আহমদ মুসা এগিয়ে যায়। এগিয়ে যায় হিমালয়ের পানে। এই পথ চলার মাঝে প্রতিদিন তাদের সংখ্যা কমতে থেকে।। এভাবে একদিন আহমদ মুসা হিমালয়ের কোন এক গুহায় চির নিদ্রায় শায়িত করে রাখে ফারজানা কে। তবু এ পথ চলা থেমে থাকে না। এক সময় হিমালয় পাড়ি দিয়ে তারা এসে থামে আফগান সীমান্তে। “ হিমালয়ের বুক চিরে দীর্ঘ পথ চলার পর আমরা যখন আফগান সীমান্তে পৌঁছলাম, ৫০০০০ মানুষের মধ্যে আমরা তখন বেঁচে আছি মাত্র ৮৫০ জন...” এতো গেল ডাইরির কথা। এবার বর্তমানে আসা যাক। সাইমুম এর হেডকোয়ার্টারে গভীর রাতে হানা দিল WRF এর এজেন্ট। কি চায় সে? মোসাদ, ইরগুন জাই লিউমি এর সাথে আবার কারা এই WRF (World Red Force) ? অন্যদিকে হাসান তারিকের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। সে কি মোসাদের হাতে বন্দী?সাইমুমের উচ্চ পর্যায়ের সদস্যদের সাথে আফ্রিকা ও তুরস্কের প্রতিনিধিদের মিটিং এ মোস্তফা আমিন চুগতাই এর ছদ্মবেশে মোসাদের এজেন্ট। সংযুক্ত ফিলিস্তিন জনফ্রন্ট আর ফিলিস্তিন গনতন্ত্রী জনফ্রন্ট হাত মিলিয়েছে মোসাদের সাথে । তারা তাদের স্বার্থের বিনিময়ে মোসাদের হাতে তুলে দিতে যাচ্ছে সাইমুমের গোপন ঘাঁটি সমুহের ঠিকানা। তারা কি এতে সফল হয়েছে? অপারেশন তেলআবিব এর মূল চরিত্র কিন্তু আহমদ মুসা নয়। এ বইয়ের মূল চরিত্র মাহমুদ। মোসাদের একটি গাড়িকে ফলো করতে গিয়ে মাহমুদ এর সাথে পরিচয় হয় ডেভিড বেনগুরিয়ানের নাত্নী এমিলিয়ার। আর শুরু হয় দারুন একটা রোমান্টিক উপন্যাসের। কিন্তু মাহমুদ কি তার ব্যক্তিগত আবেগের জন্য জাতীয় স্বার্থকে পায়ে ঠেলে দিবে? এক দোটানার মধ্যে থাকে মাহমুদ। ইজরাইল তাদের কোড ডিসাইফার পরিবর্তন করেছে। যার ফলে সাইমুম এখন আর তাদের কোন মেসেজ এর পাঠোধ্যার করতে পারছে না। মাহমুদের উপর এসে পড়ল ডিসাইফার জোগাড়ের দায়িত্ব। মাহমুদ কি পারবে? এরি সুত্র ধরে এমিলিয়া বন্দী সিনবেথের দুর্বেদ্য টর্চার চেম্বারে। পানির জন্য হাহাকার করছে এমিলিয়া। আর মাহমুদ !!! সে কি তার ব্যক্তিগত আবগের জন্য এমিলিয়াকে উদ্ধার করতে যাবে? কিন্তু তার ব্যক্তিগত (?) কাজের জন্য সে কিভাবে তার সহকর্মীদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিবে? সাইমুম সিরিজের প্রথম দুইটি বই। এক কথায় অসাধারন। আর বই দুটোর প্রচ্ছদও অসাধারন। অপারেশন তেলআবিব-১ এর প্রচ্ছদ করেছেন বুলবুল সরওয়ার।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুব সুন্দর ইসলামিক গোয়েন্দা সিরিজ। প্রথম পর্বে মুসলিম সমাজের কাছে সব চাইতে বিষ ইহুদি জাতিকে মুসলিমদের পূর্ণভুমি জেরুজালেম থেকে বিতারিত করার প্লান খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলা হয়েছে।সবটাই কল্পকাহিনী কিন্তু লেখক আবুল আসাদ স্যার যেভাবে কাহিনীটা বলে গেছেন তাতে কাহিনীটা সবার কাছে সত্য বলেই মনে হবে। এই উপন্যাসটা পরে অনেকেই একজন আহমদ মূসা উত্তরসূরি হয়ার প্রবল আকাঙ্ক্ষা বা একজন আহমদ মূসা হওয়ার প্রবল ইচ্ছা পোষণ করতে পারে।এরকম লোক পৃথিবীতে আসলে ইন শা আল্লাহ পৃথিবীতে ইসলাম কায়েম হবে।আল্লাহ আমাদের সাহায্য করবেন তা গড়ার জন্য। আর ইসলামিক উপন্যাস অরকম ভাবে বাংলাদেশের কোনো কবি লেখেন নি।হাতে গুনা ২/৩ টা।আবুল আসাদ স্যারকে ধন্যবাদ এরকম ভাবে ইসলামিক উপন্যাস আমাদের মুসলিম সমাজে নিয়ে আসার জন্য।
Was this review helpful to you?
or
5 star is not enough for this book
Was this review helpful to you?
or
বাংলায় এর থেকে ভালো সিরিজ আর হতেই পারে না
Was this review helpful to you?
or
a valuable series 3
Was this review helpful to you?
or
স্টোরি টা অনেক স্লো ছিল। এটা থ্রিলার ও এডভেঞ্চার বই হলেও আমি থ্রিল এর এক ফোটা ছোয়া পর্যন্ত পাই নি।
Was this review helpful to you?
or
One of the best adventure series Saimum Series 📚
Was this review helpful to you?
or
অসাধারন বই। কি নেই এতে!!গোয়েন্দা আ ্যকশন ইতিহাস, ধর্ম,intellectual বুদ্ধি, রহস্য,রোমাঞ্চ,বিশ্ব রাজনীতি সব কিছুর সমাহার একটি বইতে, কী অনন্য লেখনি লেখকের!!আমার পড়া সেরা গোয়েন্দা উপন্যাস। আহমদ মূসা চরিত্রে লেখক মুসলমানদের ঐতিহাসিক এবং নেতৃত্বের গুনাবলি ফুটিয়ে তুলেছেন।আমি মনে করি সবার এই সিরিজের বইগুলো পড়া উচিত।
Was this review helpful to you?
or
best after tin goyenda
Was this review helpful to you?
or
সস্তা গোয়েন্দা বই,ভালো লাগে নাই.
Was this review helpful to you?
or
Ultra Extraordinary book 👍👍
Was this review helpful to you?
or
সাইমুম আমার পড়া সেরা গোয়েন্দা সিরিজ
Was this review helpful to you?
or
২০২১ সালের কথা আমি সাইমুম সিরিজ শুরু করি। অপারেশন তেলঅবিব থেকে এখন পর্যন্ত ৩০-৪০ টা বই পড়েছি। রাইটার এর উদ্দেশ্য অনেক ভালো। তরুণ প্রজন্ম কে ইসলামী ইতিহাস জানানো। বাট বই টা পড়লে বুঝবেন উনার চিন্তা ভাবনা এবং উপস্থাপনায় কিছু বাজে বিষয় আছে। ১। প্রথমত একটা কমন সিনারিও হলো ইসলামী বই হলেও আহমদ মুসা (মূল চরিত্র), এবং তার সহযোদ্ধাদের (উপন্যাস অনুযায়ী বদলায় ) সাথে অন্য ধর্মের মেয়েদের একটা সম্পর্ক হয়, যেটাকে ইনিয়ে বিনিয়ে ইসলামী কায়দায় দেখানো হয়। এবং শেষ পর্যন্ত এই পদ্ধতি তে মেয়েরা ইসলামের পথে আসে। ২। এই সিরিজে কয়েক টা উপন্যাসে আহমদ মুসা কে 'মসিহ ' হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যেটার মাধ্যমে টার ক্যারেক্টার টাকে অনেক বেশি ইনফ্লুয়েন্সিয়াল করার চেষ্টা করা হয়েছে। ৩। তার চিন্তা ভাবনার একটা দিক হল তার মতে মুসলিমরা কখনো ভুল করতে পারে না। অনেকটা রেসিয়াল সুপ্রিমেসিস্ট দের মতো চিন্তা ভাবনা। আমার মতে এক মাত্র রাসূলুল্লাহ (সা:) ছাড়া সবাই ভুল করতে পারে। ৪। রাইটার pseudo- science এবং pseudohistory তে ব্যাপক বিশ্বাসী। প্রোপাগান্ডা প্রচার পর্যন্ত করেন। ৫। বই এর মূল চরিত্র আহমদ মুসা। তাকে এতো বেশি বড়ো করে দেখানো হয়েছে তার উদাহরণ হিসেবে বলি, পৃথিবীর সব মানুষের বুদ্ধিমত্তা আহমদ মুসার চেয়ে নগন্য। কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্ট নেই, antagonist এর পারসপেক্টিভ নেই, যেখানেই বিপদ আহমদ মুসা ছাড়া কেউ সেটা সমাধান করতে পারে না। ৬। খুব সহজেই রাইটার পৃথিবীর বড় বড় সব শক্তি কে নাস্তানাবুদ করেছেন। আর পদ্ধতি গুলো এতো অবাস্তব আর শিশুসুলভ পদ্ধতি কী আর বলবো। একটা বই লিখার ক্ষেত্রে তেমন কোনো গবেষণা ও করেন নি। কয়েকটা ইসলামী ইতিহাস পরেছেন কেবল। যুদ্ধ পদ্ধতি, espionage, স্পেশাল অপারেশন, ফায়ার আর্মস এগুলো সম্পর্কে জাস্ট জেনারেল ধারণা নিয়ে বই লিখেছেন। তিনি অনেকের এ পছদের রাইটার।আপনারাও হয়তো লক্ষ্য করেছেন বিষয়টা। আমি আগেও বলেছি বই এর কনসেপ্ট টা ভালো বাট বই গুলো লেখার ক্ষেত্রে রাইটার "quantity over quality" তে মনোযোগ দিয়েছেন।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ্ সিরিজ তো এক কথাই অসাধারণ। আর এর মধ্যে অপারেশন তেলআবিব-১ ও অপারেশন তেলআবিব-২ আমার কাছে সেরা।
Was this review helpful to you?
or
এই সকল বইয়ের কোন রিভিউ দিতে নেই। সাইমুম সিরিজের বই সব সময় অসাধারণ
Was this review helpful to you?
or
A must-read series for the espionage thriller lovers!! I have become a fan of the Saimum series and InshaAllah will continue till the very end...
Was this review helpful to you?
or
লেখকের চিন্তাশক্তি অনেক বিস্তৃত। যেটা সাধরণত খুব কম লেখকের মাঝেই খুজে পাওয়া যায়।
Was this review helpful to you?
or
সাইমুম জীবনের প্রথম ভালোবাসা ❤❤❤
Was this review helpful to you?
or
Mind blowing
Was this review helpful to you?
or
প্রথমে বইগুলোকে দেখে ফুটপাতের চটি বই মনে হয়েছিল। কিন্তু পরে উপলব্ধি করলাম “Don't judge a book by its cover.” থ্রিলার হিসাবে এর কাহিনীটা ছিল অসাধারণ। দখলদার ইসরাঈলিদেরকে ফিলিস্তিন থেকে উৎখাতের জন্য সংগ্রামরত সংস্থা সাইমুমের কার্যক্রম ও রুদ্ধশ্বাসকর অভিযানসমূহ নিয়ে রচিত এই থ্রিলারটি মূলত ইসলামি ধাঁচের। কিন্তু লেখক তার কাহিনীতে মাহমুদ আর এমিলিয়ার যে প্রেমের আখ্যান রচনা করেছেন সেটা কতটুকু ইসলামসম্মত হলো সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ বিদ্যমান!!!
Was this review helpful to you?
or
যারা হিন্দি, ইংরেজি মুভি দেখতে অভ্যস্ত তাদের জন্য সাজেস্ট করব বইটা। হারাম দেকার প্রতি আপনার নেশা সামান্য হলেও কাটাবে, ইনশাআল্লাহ। তবে, যারা সম্পূর্ণরূপে মুভি, সিরিয়াল ছেড়ে দিয়েছেন তাদের জন্য ভালো হবে না, কারণ এখানে মাহমুদ নামের এক সাইমুম মুসলিম গোয়েন্দা এক ইহুদি নারীর প্রেমে পরে যায় আর কেসের অনেক তথ্য তার থেকে নেওয়ার জন্য লুকিয়ে তার বাড়িতে আসা যাওয়া করে এবং সে সময় তাদের মাঝে অনেক আপত্তিকর কথা বার্তা হয়। আপনি হারাম জিনিস সম্পূর্ণ ছেড়ে দিলে এই বইটা আপনাকে ফিতনা ফেলতে পারে।
Was this review helpful to you?
or
যদি কিশোর বয়সে খোজ পেতাম তাহলে সময়গুলো হয়তো আরো রঙ্গিন হতো । সকল বয়সের মানুষকে আনন্দ দেয়ার জন্য খুবই ভাল একটি সিরিজ।
Was this review helpful to you?
or
Alhamdulillah
Was this review helpful to you?
or
অপারেশন তেলআবিব - ১; থ্রিলার সিরিজ পড়তে পড়তে যখন মোটামোটি অসহ্য লাগছিল তখনি সাইমুম সিরিজের খোজ পাই। যখন অপারেশন তেলআবিব - ১ হাতে পাই তখন বইটি পড়তে শুরু করি। কয়েক পেইজ পড়ার পর আমি পুরো বইয়ের ক্যারেক্টার এর মাঝে ঢুকে যাই। একবারে পুরো বই শেষ করে তারপর উঠি। আমার দেখা সেরা সিরিজ আবুল আসাদ স্যারের সাইমুম সিরিজ। আশা করি পাঠকেরা অপারেশন তেলআবিব - ১ পড়ে সস্তির ঢেকুর ফেলবেন। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
অনেক গুলো সত্যি ইতিহাস লুকানো আছে।
Was this review helpful to you?
or
যেখানে গোয়েন্দা গল্পে দেখানো হয় শক্তির চেয়ে বুদ্ধির মারপ্যাঁচে অপরাধীদের পাকড়াও করা হয়, আর অন্যদিকে স্পাই থ্রিলারে থাকে অ্যাকশন ও যৌনতার মিশেল, সেখানে লেখক আপনাকে এক অন্য ধরনের, অন্য স্বাদের কাহিনীর সাথে পরিচয় করিয়ে দিবেন। গল্পের বুনটে আপনার নৈতিকতাকে সচেতন করে তুলবে। বিশেষ করে আপনি যদি মুসলিম হন।
Was this review helpful to you?
or
সকল গোয়েন্দা বইয়ের বাপ হলো সাইমুম সিরিজ




