
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ফিলিস্তিন বিষয়ক এই বইটিতে অনেক কিছুই এসে গেছে। ফিলিস্তিনের ভূখন্ড,আবহাওয়া ও পরিবেশ , ইসলামপূর্ব ফিলিস্তিনের অবস্থা, ফিলিস্তিনে ইসলামের পতাকা,থেকে শুরু করে ক্রুসেড,থার্ডটেম্পল ইত্যাদি একেবারে সব আলোচনাই এখানে এসে গেছে। উসমানী সালতানাতে ফিলিস্তিন এবং খিলাফত-পরবর্তী ফিলিস্তিনের অবস্থা সব। পাঁচ অধ্যায়ে সাজানো এই বইতে এসেছে ফিলিস্তিন বিষয়ে তিন জাতির চাওয়া-পাওয়ার বিস্তারিত কারণ ও ব্যাখ্যা। এসেছে ইসলামী শাসনব্যবস্থা ও ইসলামী বিশ্বাসে ফিলিস্তিনের গুরুত্ব। শেষের অংশে এসেছে ফিলিস্তিন ইস্যুতে আমাদের করণীয় ও পদক্ষেপগুলো। ফিলিস্তিন এমন এক ইস্যু, যেই বিষয়ে আমি ছাড়া সবাই-ই বিস্তারিত জানে। কারণ আমি পত্রিকাও পড়ি না আবার খবরও দেখি না। আইলসামির জন্য। এই বইয়ের একটি কমন মিস্টেক বলে দেই, এখানে বিভিন্ন জায়গায় আল বাইতুল মুকাদ্দাস,আল বাইতুল মাকদিস,বাইতুল মুকাদ্দাস ও বাইতুল মাকদিস এমন বানানে শব্দগুলো এসেছে। কেনো যেনো মনে হয় দক্ষ লেখক ও অনুবাদকের বইগুলোর সম্পাদনায় গুরুত্ব দেওয়া হয় না বা খুবই কম। আসকালান সম্পর্কে এখানে বলা হয়েছে আসকালান ফিলিস্তিনের অংশ। কিন্তু ঐতিহাসিকভাবে আমি জানতাম আসকালান মিশরের অংশ। এই বইটির পৃষ্ঠাগুলোয় উপরের দিকে হালকা করে কালো ছাপ দেওয়া তাতে আবার বিজলি চমকানোর স্টাইল।সুন্দর। আকর্ষণীয়। তবে পৃষ্ঠা পাতলা হওয়ায় কোথাও কোথাও অপরপাশের হরফগুলো হালকা ফুটে উঠেছে। বিষয় যেহেতু ফিলিস্তিন তাই এই বইতে আয়াত হাদীস এবং আরবি নথিপত্রের অংশ খুব বেশি এসেছে এবং তা আরবিতেই এসেছে। এটা আমার ভালো লাগে। ফিলিস্তিন বিষয়ে আলাপ আমি খুব বেশি মনে রাখতে পারি না। এর আগে শায়েখ আযযাাাম রহঃ এর একটি বই পড়েও একই অনুভূতি হয়েছিলো। কিছু মনে রাখতে পারি না।অনেক অল্প সময়ে অনেক বেশি কিছু ঘটে গিয়েছে ফিলিস্তিনের ইতিহাসে। বইয়ের শেষে তথ্যসূত্র যুক্ত করা হয়েছে আলাদা করে। বইয়ে যেই মানচিত্রগুলো যুক্ত করা হয়েছে এগুলো চাইলে আলাদা করে শেষেও যুক্ত করা যেতো পৃষ্ঠা নম্বর হাইলাইট করে।মানচিত্র খুব কাজে লাগে।আর মানচিত্র দেখার অভ্যাস থাকলে ইতিহাস মনে রাখা সহজ হয়ে যায়। 🖋️ জহির বিন আইয়ুব ০৯/১২/২০২৫ মঙ্গলবার




