
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অনেক দিন ধরে এই লেখকের বই খুঁজছিলাম। আলহামদুলিল্লাহ, আজ অবশেষে খুঁজে পেলাম। মাহবুব সরদার সবুজ অসম্ভব সুন্দর লেখেন।
Was this review helpful to you?
or
মাহবুব সরদার সবুজের লেখার একজন বড় ভক্ত। লেখকের দীর্ঘায়ু কামনা করছি। আজকে অর্ডার করে নিলাম প্রিয় লেখকরের বই।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ! কয়েকদিন আগে প্রিয় লেখকের বই হাতে পেলাম। আমি বিচ্ছেদকে বলি দুঃখবিলাস চমৎকার সব লেখায় সাজানো একটি বই। প্রতিটি কবিতা হৃদয় ছুঁয়ে গেলো। রিভিউ কীভাবে দিতে হয় আমি জানি না, তবে একটা কথাই বলবো বইয়ের প্রতিটি কবিতাই ছিল দারুণ। অসংখ্য ধন্যবাদ লেখক মাহবুব সরদার সবুজকে আমাদের মতো পাঠকদের এমন সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য। আগামীর জন্য রইলো শুভকামনা।
Was this review helpful to you?
or
আমি ‘আমি বিচ্ছেদকে বলি দুঃখবিলাস ’ বইটির মান সত্যিই চমৎকার মলাট থেকে শুরু করে পৃষ্ঠা পর্যন্ত প্রতিটি জায়গায় রয়েছে যত্ন ও পেশাদারিত্বের ছোঁয়া। কাগজের গুণমান ভালো, ছাপা স্পষ্ট, আর ডিজাইনটি চোখে লেগে থাকার মতো। বইটি হাতে নিলেই বোঝা যায়, এটি মন ও মেধা দিয়ে তৈরি একটি সৃষ্টিকর্ম। লেখার দিক থেকে বললে যতই বলি, কম পড়ে যাবে। প্রতিটি কবিতা হৃদয় ছুঁয়ে যায়। প্রতিটি শব্দ যেন কষ্টের রঙে রঙিন, আবার কোথাও আশার আলোয় আলোকিত। কবির ভাষা সহজ, কিন্তু আবেগে ভরপুর; পাঠককে গভীর অনুভবের জগতে নিয়ে যায়। কবি অসাধারণভাবে দুঃখকে শিল্পে পরিণত করেছেন,যেন ব্যথারও এক ধরণের সৌন্দর্য আছে, তা ‘আমি বিচ্ছেদকে বলি দুঃখবিলাস’-এর প্রতিটি কবিতায় প্রমাণিত। গুণমান, ছাপা, ভাষা, আবেগ সব মিলিয়ে ‘আমি বিচ্ছেদকে বলি দুঃখ বিলাস’ সত্যিই একটি হৃদয়ছোঁয়া ও সংগ্রহযোগ্য বই। মাহবুব সরদার সবুজকে আন্তরিক অভিনন্দন এমন একটি অনবদ্য সৃষ্টি উপহার দেওয়ার জন্য। ___Sumaiya Rimu
Was this review helpful to you?
or
লেখক মাহবুব সরদার সবুজ এর আমি বিচ্ছেদকে বলি দুঃখবিলাস বইটিতে আবেগের সন্নিবেশ ঘটিয়েছেন লেখক। অনেক দিন আগে থেকেই সোশ্যালমিডিয়ায় ওনার লেখা পড়ে একনিষ্ঠ ভক্ত হয়ে গেছি। বইয়ের প্রতিটি অক্ষর আমাকে স্পর্শ করেছে দারুণভাবে।যেনো কাঁচা ঘটে যাওয়া হৃদয়কে তিনি দেখতে পান তেমন উপস্থাপন এখানে।বইটি যে কাউকেই স্পর্শ করবে বলে আমার মনে হয়।লেখকের জন্য শুভকামনা। এমন ভালো উপহার প্রতিবছর আপনার থেকে পাব আশাকরি। -তাসলিমা নাসরিন
Was this review helpful to you?
or
এই দুনিয়ায় সবচেয়ে অদ্ভুত অভাবটা খাবারের নয়, টাকারও নয়— অভাবটা হয় শুধু কথার। মানুষ একদিন পেটের ক্ষুধায় না খেয়ে থাকতে পারে, কিন্তু মনের ক্ষুধায় দিন যায় না। যে ক্ষুধার নাম ‘কথা’; সে ক্ষুধা না মিটলে সম্পর্ক মরে যায়। বই: আমি বিচ্ছেদকে বলি দুঃখবিলাস
Was this review helpful to you?
or
কবিরা নাকি পাঠকের আত্মার খবর রাখেন। সেই বিশ্বাস থেকে আপনাকে নিজের বলে সম্বোধন করলাম। চার দিন আগে আপনার আমি বিচ্ছেদকে বলি দুঃখবিলাস বইটি অর্ডার করেছিলাম। আজ শেষ পৃষ্ঠা উল্টে পড়ার পর অনুভব করলাম, এই বই শুধু পড়া হলো না; আমাকে ভেতর থেকে নাড়িয়ে গেল। কি অপূর্ব ভাষা, কি মায়াময় অনুভূতি আপনার লেখার সৌন্দর্য শব্দে ব্যাখ্যা করা সম্ভব নয়। বহুবার মনে হয়েছে, আপনার শব্দের প্রেমে পড়ে আছি। কিন্তু কবিরা তো সর্বজনীন; তাই দূর থেকে ভালোবাসা রইলো আপনার জন্য। আপনার বইটি আমার মনে, আমার অভ্যন্তরের কোনায়, চিরদিনের মতো গেঁথে থাকবে। আপনার এই সাহিত্যচর্চা যেন অবিরাম চলমান থাকে এই প্রার্থনা করি। আমরা পাঠকেরা সবসময় অপেক্ষায় থাকবো আপনার নতুন নতুন লেখা ও অনুভূতির উপহারের।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ! কয়েকদিন আগে প্রিয় লেখকের বই হাতে পেলাম। আমি বিচ্ছেদকে বলি দুঃখবিলাস চমৎকার সব লেখায় সাজানো একটি বই। প্রতিটি কবিতা হৃদয় ছুঁয়ে গেলো। রিভিউ কীভাবে দিতে হয় আমি জানি না, তবে একটা কথাই বলবো বইয়ের প্রতিটি কবিতাই ছিল দারুণ। অসংখ্য ধন্যবাদ লেখক মাহবুব সরদার সবুজকে আমাদের মতো পাঠকদের এমন সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য। আগামীর জন্য রইলো শুভকামনা।
Was this review helpful to you?
or
বইটির প্রতিটি কবিতা অনেক সুন্দর, যেন আমার জীবন কাহিনী।
Was this review helpful to you?
or
পান্ডুলিপি পড়ার সুযোগ হওয়ায় বইটি আমার আগেই পড়া হয়েছে। লেখক তার সমস্ত ভালোবাসা, অনুভূতি, সুখ ও দুঃখ দিয়েই বইটি লিখেছে। বইটি আপনাদের সবার ভীষণ পছন্দ হবে। দো'আ রইলো লেখকের জন্য।




