
User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
কাজী ম্যাক এর বই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। কাজী ম্যাক এর বই মানেই আলাদা চিন্তাধারা। ওনার বই পড়লে আপনি হারিয়ে যাবেন অন্য জগতে, যে জগৎ আপনাকে নতুন করে ভাবতে শেখাবে, শেখাবে অনেক গোপন বিষয়, যা আপনার থেকে এ পৃথিবী এতদিন লুকিয়ে রেখেছে খুব সুক্ষ ভাবে। কাজী ম্যাকএর নতুন বই "শয়তানের কোড" ও "গুপ্ত নবী"ও আপনাকে শেখাবে অনেক কিছু। আপনি জানতে পারবেন আধ্যাত্মিক অনেক বিষয়। কাজী ম্যাকএর বই সম্পর্কে আর কিছু বলার নেই। যত বলবো ততই কম মনে হবে। جزاك الله خيرا🌸
Was this review helpful to you?
or
এই বইটি পড়া মানে কোনো গল্পের ভেতর প্রবেশ করা নয়—বরং নিজের বিশ্বাস, চিন্তা ও চেতনার ভেতরে একটি বিপজ্জনক প্রশ্ন ছুড়ে দেওয়া। শয়তানের কোড পাঠককে আরাম দেয় না; বরং অস্বস্তি তৈরি করে, সন্দেহ জাগায় এবং পরিচিত বাস্তবতাকে ভেঙে টুকরো টুকরো করে সামনে ফেলে। লেখক সাহসের সঙ্গে এমন এক ধারণা উন্মোচন করেছেন, যেখানে পৃথিবী আর নিছক বাস্তব নয়—বরং এক সুপরিকল্পিত illusion, এক অদৃশ্য কোডে বাঁধা অস্তিত্ব। এখানে ঈশ্বর, ধর্ম, স্বাধীনতা—সবকিছুই নতুনভাবে সংজ্ঞায়িত হয়। সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, লেখক দেখান যে আলো মানেই মুক্তি নয়; অনেক সময় আলোই সবচেয়ে সূক্ষ্ম নজরদারি। বইটির শক্তি এর বুদ্ধিবৃত্তিক নির্মমতায়। লেখক কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেন না; বরং পাঠককে এমন এক মানসিক গোলকধাঁধায় ছেড়ে দেন, যেখানে প্রতিটি উত্তর নতুন প্রশ্ন জন্ম দেয়। “মানবচেতনা আসলে কার হাতে?”—এই প্রশ্নটি বই শেষ হওয়ার পরও মাথার ভেতর প্রতিধ্বনিত হতে থাকে। Aleister Crowley ও Thelema-কে কেন্দ্র করে যে বিশ্লেষণ হাজির করা হয়েছে, তা কেবল ইতিহাস নয়—এটি এক ধরনের মানসিক স্থাপত্যের উন্মোচন। এখানে ধর্ম, যৌনতা, রাজনীতি ও ক্ষমতা একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে বোঝা যায়—আধুনিক বিশ্বের অনেক ‘স্বাধীনতা’ আসলে কত গভীরভাবে প্রোগ্রামড। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বই কোনো ধর্মীয় প্রচার নয়, আবার নিছক শয়তানবাদী বিদ্রোহও নয়। এটি সেই ধূসর সীমারেখায় দাঁড়িয়ে, যেখানে সাদা ও কালোর পার্থক্য ভেঙে পড়ে। লেখক দেখান—কিভাবে “মানব-ইচ্ছা” ধীরে ধীরে ঈশ্বরের আসন দখল করে নেয়, আর মানুষ নিজেকেই উপাস্য হিসেবে আবিষ্কার করে। এই বইটি তাদের জন্য নয়, যারা নিশ্চিত উত্তর খোঁজে। এটি তাদের জন্য, যারা সন্দেহ করতে ভয় পায় না। কারণ এই বই বুঝিয়ে দেয়—সন্দেহই শেষ স্বাধীনতা। শয়তানের কোড / গুপ্ত নবী নিঃসন্দেহে বাংলা ভাষায় একটি বিরল, সাহসী ও বিপজ্জনক চিন্তার দলিল। এটি প্রকাশিত হলে বিতর্ক তৈরি করবে—কিন্তু সেই বিতর্কই প্রমাণ করবে, বইটি তার কাজ ঠিকভাবে করেছে।




