Sort

Reset Sort

Filter

Reset Filter

By Categories

By Publishers

Price

Languages

Discount

Ratings

Maulana Muhammad Usman Ghani books

follower

মাওলানা মোহাম্মদ উছমান গণি

মোহাম্মদ উছমান গণি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের সরুফৌদ মৌজায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৯ সালের নভেম্বর মাসে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজী আব্দুছ ছাত্তার ও মাতা নেকজান বিবি। প্রাথমিক দ্বীনি শিক্ষা গ্রহণ করেন নিজ গ্রামের মসজিদ মক্তবে এবং সাধারণ শিক্ষা শুরু করেন পাকড়ী প্রাথমিক বিদ্যালয় থেকে। সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি পাশ করার পর খরিলহাট মাদ্রাসায় তিন বছর অধ্যয়ন করেন।

পরবর্তীতে তাবলীগ জামাতের আলেম হযরত মাওলানা হরমুজ উল্লাহ (রহ.)-এর দীক্ষায় গাছবাড়ি জামেউল উলুম মাদরাসায় ভর্তি হয়ে ১৯৬১ সালে দাখিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে ১৯৬৫ সালে আলিম, ১৯৬৭ সালে ফাজিল এবং ১৯৬৯ সালে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন। দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় তিনি বৃত্তি লাভ করেন।

পড়াশোনা শেষে তিনি গোলাপগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় দীর্ঘ সময় শিক্ষকতা করেন। ১৯৭৯ সালে নিজপাট দর্জি হাটি মহল্লায় ইমাম হিসেবে নিযুক্ত হন এবং ১৯৮০ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা করেন ‘জৈন্তা দারুস-সুন্নাহ জামেয়া ইসলামিয়া মাদরাসা’, যার সুপারিনটেনডেন্ট হিসেবে ২০১০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনিই এই মাদরাসার স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা। পরবর্তীতে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দরবস্ত জামেয়া ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন।

তিনি একজন মননশীল গবেষক ও লেখক। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে মানবতার প্রেরণা, হৃদয় বিপ্লব, ও কোরআন-হাদিসের আলোকে মাতা-পিতা ও সন্তানের অধিকার। বর্তমান গ্রন্থ জৈন্তার ইতিহাস ও ঐতিহ্য তাঁর ঐতিহ্যবিষয়ক গবেষণার প্রতিফলন। অপ্রকাশিত রচনার মধ্যে রয়েছেÑ বিভ্রান্তির ভেড়াজালে সত্য, ও কোরআনই একমাত্র অবিকৃত ধর্মগ্রন্থ।

বর্তমানে তিনি অবসরজীবনে নানা বিষয়ে গবেষণা ও সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত আছেন। প্রতিবছর শতাধিক শরিয়তসংক্রান্ত প্রশ্নে ফতোয়া প্রদান করেন। তাঁর মাধ্যমে এখন পর্যন্ত পাঁচজন (এর মধ্যে দুইজন মহিলা) অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।


মাওলানা মোহাম্মদ উছমান গণি এর বই সমূহ

(Showing 1 to 1 of 1 items)

Recently Viewed