Leaderboard logo

আসসালামু আলাইকুম। ৬ষ্ঠ বারের মতো উন্মোচিত হলো ‘রকমারি অনলাইন বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫’ লিডারবোর্ড। এপ্রিল ১, ২০২৪ থেকে মার্চ ৩১, ২০২৫ পর্যন্ত প্রকাশিত রকমারিতে নিবন্ধিত নতুন বইসমূহ এই লিডারবোর্ডের আওতাধীন হবে। লিডারবোর্ডে সর্বশেষ তারিখে শীর্ষে থাকা ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার ও একাডেমিক বিভাগের ৭টি করে নাম (বই ও লেখক) অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাবে। অর্থাৎ, ৪টি মূল বিভাগের বেস্টসেলার ৭ জন করে ২৮ জন লেখক এবং বেস্টসেলার ৭টি করে বইয়ের জন্য ২৮টি প্রকাশনা সংস্থা ‘রকমারি অনলাইন বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫’ লাভ করবে।

টার্মস এন্ড কন্ডিশন দেখুন
Boi-image
Lekhok-image
Boi-image
Lekhok-image
Boi-image
Lekhok-image
Boi-image
Lekhok-image

Frequently Asked Questions

রকমারি পয়েন্ট কি?

"রকমারি পয়েন্টস" রকমারি গ্রাহকদের জন্য একটি পুরষ্কার ভিত্তিক প্রোগ্রাম। গ্রাহক বিভিন্ন প্রক্রিয়ায় রকমারি থেকে রকমারি পয়েন্ট অর্জন করবেন।

কিভাবে রকমারি পয়েন্ট পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবো?

আপনি যদি রকমারি ডট কমে আগেই রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি রেফারেল পয়েন্ট ও অর্ডার পয়েন্টের জন্য বিবেচিত হবেন। আর রেজিস্ট্রেশন না করে থাকলে আপনার নাম, ইমেইল আইডি ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। শুধুমাত্র রেজিস্টার্ড কাস্টমাররাই পয়েন্টের জন্য বিবেচিত হবেন।

কিভাবে রকমারি পয়েন্ট অর্জন করবো?
  • রকমারি ডট কম থেকে বর্তমানে আপনি ২টি উপায়ে পয়েন্ট অর্জন করতে পারবেন। অর্ডার করার মাধ্যমে এবং আপনার প্রিয়জনদের কাছে রকমারি.কম রেফার করার মাধ্যমে।
  • এই ২টি ক্ষেত্রে পয়েন্টের পরিমাণ-
    Conditions Points
    সফল কেনাকাটায় (শিপিং চার্জ ব্যতীত) 10 Points (প্রতি ১০০ টাকায়)
    আপনার অর্ডারকৃত প্রোডাক্টে রিভিউ দিয়ে। Releasing Soon
শর্তসমূহ
  • রকমারি কর্তৃপক্ষ যে কোনো ধরণের অসুদুপায়ে অর্জিত পয়েন্ট বাতিলসহ নির্দিষ্ট অ্যাকউন্টটি নিষিদ্ধ করার অধিকার সংরক্ষণ করে।
  • অর্ডারকৃত পণ্য গ্রহণ না করলে বা রিটার্ন করলে সেই অর্ডারের বিপরীতে অর্জিত সকল পয়েন্টস / রকমারি ব্যালেন্স মানি বাতিল করা হবে।
  • আপনার ক্রয় করা Reward ৩ মাসের মাঝেই ব্যবহার করতে হবে।

রকমারি লিডারবোর্ডের শর্তাবলি:

১। এপ্রিল ১, ২০২৪ থেকে মার্চ ৩১, ২০২৫ তারিখের মধ্যে প্রকাশিত এবং রকমারিতে নিবন্ধিত বইসমূহ এই লিডারবোর্ডের আওতাধীন হবে।

২। লিডারবোর্ডে সর্বশেষ তারিখে শীর্ষে থাকা ফিকশন, নন-ফিকশন, ধর্মীয় এবং ক্যারিয়ার ও একাডেমিক বিভাগের ৭টি করে নাম (বই ও লেখক) অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাবে। অর্থাৎ, ৪টি মূল বিভাগের বেস্টসেলার ৭ জন করে ২৮ জন লেখক এবং বেস্টসেলার ৭টি করে বইয়ের জন্য ২৮টি প্রকাশনা সংস্থা ‘রকমারি অনলাইন বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড-২০২৫’ লাভ করবে।

৩। রকমারি থেকে সরিয়ে নেওয়া বই লিডারবোর্ডের আওতামুক্ত থাকবে। অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত কোনও বই বা লেখককে রকমারি থেকে সরিয়ে নেওয়া হলে পরবর্তী বইটি মনোনয়ন পাবে।

৪। প্রকাশিত বইয়ে প্রকাশ-তারিখ বিবেচ্য, রকমারির এন্ট্রি তারিখ নয়। তবে প্রকাশের আগেই কোনও বই রকমারিতে (প্রি-অর্ডার) এন্ট্রি হলে এন্ট্রি তারিখকে প্রকাশ-তারিখ বিবেচনা করা হবে। সুতরাং ৩১ মার্চ, ২০২৪ তারিখের মধ্যে প্রি-অর্ডার এন্ট্রি করা বই ০১ এপ্রিল, ২০২৪ তারিখ বা তার পরে প্রকাশিত হলেও তা ২০২৪ সালের লিডারবোর্ডের বই হিসেবে গণ্য হবে।

৫। নতুন সংস্করণ বা ভিন্ন প্রকাশনীর নতুন করে প্রকাশ কোনও পূর্বপ্রকাশিত বইকে ‘নতুন বই’য়ের মর্যাদা দেবে না এবং লিডারবোর্ডের আওতাধীন হবে না।

৬। লেখক তালিকায় শুধু জীবিত ও দেশীয় লেখক/অনুবাদক যুক্ত হবেন। তবে মৃত লেখকের অপ্রকাশিত পাণ্ডুলিপি প্রকাশ পেলে তা-ও যুক্ত থাকবে।

৭। অনুবাদিত বইয়ে লেখক ও অনুবাদক সমান অর্ধেক পয়েন্ট পাবেন।

৮। কোনও বই ভুল ক্যাটাগরিতে তালিকাভুক্ত হলে ৩১ মার্চের আগে যে-কোনও সময় সংশোধন করা যাবে। ক্যাটাগরি সঠিক না হলে বা সঠিক সময়ে সংশোধনের উদ্যোগ না নিলে লিডারবোর্ডে থাকা সত্ত্বেও অ্যাওয়ার্ডের অযোগ্য হতে পারে।

৯। বইয়ের বিক্রিয় মূল্য, অর্ডার কাউন্ট, প্রোডাক্ট কাউন্ট এবং রেটিং কে বিবেচনায় রেখে লীডারবোর্ডে বই এবং লেখকের অবস্থান নিশ্চিত করা হয়।

১০। ১টি অর্ডারে বা ১টি একাউন্ট থেকে একই বই একাধিক অর্ডার করা হলে সংখ্যায় তা যতই হোক সর্বোচ্চ ৫টি বইয়ের মূল্য পয়েন্টে যুক্ত হবে। তবে রিটেইল অর্ডারে ৫টি অধিক বই থাকলেও তা প্রহণযোগ্য।

১১। র‍্যাংকিং সম্পূর্ণ অটোমেটেড ও ডেটাভিত্তিক; ম্যানুয়াল হস্তক্ষেপ বা টেম্পারিং সম্ভব নয়।

১২। রিটার্ন হওয়া বইয়ের র‍্যাংকিং স্বয়ংক্রিয়ভাবে হ্রাস পায়।

১৩। রকমারির আর্থিক বছর এপ্রিল–মার্চ অনুসারে এই লিডারবোর্ড দেখানো হয়।

১৪। লিডারবোর্ডে শুধু নির্দিষ্ট সময়ের বই জায়গা পায়, লাইফটাইম বিক্রি নয়।